কারো কাছে ভালো কথাও
সময়ে হয় মন্দ।
কেউবা আবার অকারণে-
পাঁকান শুধু দ্বন্দ।


কেউবা আছেন চোখ থাকতে
সাজতে পারেন অন্ধ।
কারো আবার এমন নেশা-
শোঁকেন শুধু গন্ধ!


কারো কারো স্বভাব হলো
সব কিছুতে সন্দ'!
কেউবা আবার স্বার্থ ছাড়াই
পাতেন নিজের কন্ধ*!


###১৭/০৫/২০১৭###
কন্ধ> স্কন্ধ> ঘাড়