আমি যদি শক্তি পেতাম,
সমস্ত অনিয়মকে নিয়মের সুতায় বন্দী করতাম।
আমি যদি শক্তি পেতাম,
সমস্ত অনৈতিক কর্ম কান্ডকে বন্ধ করে দিতাম।
আমি যদি শক্তি পেতাম,
আইনের চোখের কালো কাপড়টা সরিয়ে দিতাম।
আমি যদি শক্তি পেতাম,
কোন মা-বাবাকে বিদ্ধাশ্রমে নাহি পাঠাতাম।
আমি যদি শক্তি পেতাম,
ধনী-গরিবের পার্থক্য দূর করে দিতাম।
আমি যদি শক্তি পেতাম,
প্রতিটি মানব হৃদয়কে মুক্তির স্বাদ পায়িয়ে দিতাম।
আমি যদি শক্তি পেতাম,
মিথ্যা নামক শব্দটাকে, দেশ ছাড়া করতাম।
আমি যদি শক্তি পেতাম,
বাংলার বুকের প্রতিটি মানব হৃদয়ে হাসি ফোটাতাম।
আমি যদি শক্তি পেতাম,
সোনার বাংলার স্বপ্নটা নতুন করে দেখতাম।
আমি যদি শক্তি পেতাম,
সোনালী এক সকালের অপেক্ষায় থাকতাম।
আমি যদি শক্তি পেতাম,
প্রতিটি মানব হৃদয়ে চিরকাল বেঁচে থাকার চেষ্টা করতাম।
                  [সমাপ্ত]


রচনাকালঃ ০৯--১২--২০১৫ইং
ক্রমিক নংঃ ২৪।


{{অনুভূতির অনুপ্রাস বইতে প্রকাশিত।যা আমার প্রথম যৌথকাব্য ২০১৬সালে বই মেলায় প্রকাশিত।আশালতা প্রকাশণী হতে}}