স্বার্থপর
        ক্রমিক-নংঃ ২০৫
       ______ শাহাদাত সোহেল নীল.(কাকতাড়ুয়া)


তুমি কাকে ভাববে আপন
কাকে ভাববে পর
দু'দিনেরি দুনিয়াতে
সবাই স্বার্থপর।
স্বার্থ ছাড়া নড়ে না কেউ
একটি পদস্থল
নিজ স্বার্থের জন্য
সবই পারে মানুষ
কেননা স্বার্থের জন্য দিবস-নিশি
সবাই হচ্ছে তো বেহুশ।।


[[প্রকাশিতঃ অল্পকথার গল্প। সৃষ্টিপ্রকাশনী]]


রচনাকালঃ ১৩--০৯--২০১৪ইং