নারী বদলায় বহুবার
      _____ শাহাদাত সোহেল নীল.(কাকতাড়ুয়া)


মেয়েটি যখন তার সদ্য কেনা শাড়ির আচল দিয়ে
তার আদরের সন্তানের নাক-মুখ মুছে দেয়
আমি তখন অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকি।
কেননা, এই তো সেই  মেয়েটা
যার জামায় ভুল করে তরকারির ঝোল পড়লে
    সারা বাড়ি উদ্ধার করে দিতো।।


মেয়েটা সত্যি ঘুম পাগলী ছিলো,সারাক্ষণ শুধু ঘুমোতো
অথচ আজ তার প্রত্যেকটা রাত কাটে নির্ঘুম,
সারাক্ষণ সন্তানের খেয়াল রাখে,এই বুঝি সন্তান কেঁদে উঠলো
মেয়েটি আজ নিজেকে নিয়ে ভাবে না,সবটাই আজ তার স্বামী-সন্তান জুড়ে।।


এলোমেলো চুল অনেকদিন মনে হয় আছড়ায় না,
নিজের খেয়াল রাখার সময়'ই জেনো নেই!
অথচ,বিয়ের আগে এই মেয়েটি'ই
চুলে ঢেউ খেলানো স্টাইল দিতো
সকাল-সন্ধ্যায় রূপচর্চায় মগ্ন ছিলো।।


মেয়েটি সামান্য ব্যথা পেলেই সাড়া বাড়িতে হৈচৈ পড়ে যেতো,
অথচ,আজ তাকে সারাক্ষণ রান্না ঘরে থাকতে হয়,
প্রিয় মানুষ গুলোর পছন্দের আইটেম বানানোর জন্য
হাতে গরম তেলের ফোসকাও মেয়েটিকে কাঁদাতে পারে নাহ্।।


মেয়েটিকে  বাবা তার পছন্দ মতো জিনিস কিনে না দিলে
সে কেঁদে কেঁদে বন্যার জোয়ার ভাসাতো,
অথচ,আজ মেয়েটিকে তার স্বামী পছন্দ করে
কিছু সস্তার কাচের চুড়ি দিলেও
       ভালোবেসে যত্ন করে সাজিয়ে রাখে।
নিজেকে সে আজ বদলে নিয়েছে
         বদলে যাওয়ার প্রহরে...।।
  


রচনাকালঃ ০৯ই মার্চ ২০১৮ইং
ক্রমিক-নংঃ ২৭৯
স্থানঃ বাগবাড়ী. লক্ষ্মীপুর