মৌলিক অধিকার
           _____ শাহাদাত সোহেল নীল.(কাকতাড়ুয়া)


রাত পোহাল রবি জাগল
ছুটলো মানুষ তার কর্মস্থলে
যেদিকে তাকাই সেদিকে হাই
আজব এক কারখানা ভাই।
কেউ না কেউ
অপর অধিকারে দিচ্ছে হানা
এ কেমন দুনিয়া....?
মৌলিক অধিকারও কারো মিলে না।


ছোট্ট ছেলেটি লোহা পিটাতে মগ্ন
কথা ছিল,শিক্ষা হবে তার সংলগ্ন,
বৃদ্ধ লোকটি কঠিন রোগে আক্রান্ত
কথা ছিল চিকিৎসা পাবে সে সম্পূর্ণ।
অভাবের তাড়নায় কখনো সে
অভুখা রাজপথে ঘুরে বেড়ায়,
ফুটপাতের হিমেল হাওয়ায়
কি করে সে রজনী কাটায়।
কখনো কি তাদের কথা
ভুল করেও ভেবেছি আমরা?


রাজপথ, রেলস্টেশন কিংবা
খোলাকাশের নিচে শুয়ে থাকা
ঐ মানুষ গুলোর কি
মৌলিক অধিকার পাবার অধিকারটুকুও
আজ আর  নেই?
তারাও তো কারো না কারো আত্মীয়-স্বজন
তবে তাদের মৌলিক অধিকারটাও কেন হচ্ছে হরণ
আর কত কাল অনাহারে হবে তাদের মরণ....?
            


রচনাকালঃ ২৯--০২--২০১৬ইং
ক্রমিক নংঃ ৪৮
স্থানঃ বাগবাড়ী, লক্ষ্মীপুর।


(যেকোন ভুল-ত্রুটি অবশ্যই জানাবেন)