হয়তো একদিন
              ক্রমিক-নংঃ ১২৩
       _____ শাহাদাত সোহেল নীল.(কাকতাড়ুয়া)


হয়তো একদিন
স্বপ্ন লোকে আসব আমি
তোর দু'নয়নের পাতায়,
ছায়া হয়ে করব খেলা
তোর মনের সীমানায়।


হয়তো একদিন
হারিয়ে যাব কালের গহীনে
শত খোঁজার পরেও
পাবিনা তুই কোথাও আমারে।


হয়তো একদিন
আমার জন্য তোর মনটা
ছাতক পাখির মত, ছনছল
করবে। আমাকে এক নজর
দেখার জন্য, উদাসীন হবে।


হয়তো একদিন
আকাশের ঐ কোনে
কোকিল ডাকা কোন এক ভোরে
লক্ষ্মী পেঁচারা উড়ছে,
তোরি চার-পাশ জুড়ে।


হয়তো একদিন
মৌমাছিরা পুষ্প কানন ছেড়ে
উড়ে যাবে তোর আঙ্গিনায়,
দিবে তোকে আমার খোঁজ
কেমন আছি দূর অজনায়।


হয়তো একদিন
তুমিও কাঁদবে
আমায় স্মরন করে
চিৎকার করে বলবে
কেন চলে গেলে, একা করে........।


হয়তো একদিন...............


রচনাকালঃ ২৮--১১--২০১৬ইং