বাংলার সোঁদা নিগড়ে মাটি তোমারি গায়ের ঘ্রাণ,
আভাসে এখনো আবেশ নিয়া উথলিত হয় প্রাণ।
আঁখি-পল্লবে পাখি-পঙ্খী'রা  নিয়াছে মুছিয়া ঘুম,
তোমাকেই খোঁজে প্রতি প্রত্যুষে কুঞ্জ কাননে ধুম।

বাংলার নদী বলিয়াছে ওই জলধির কানে কানে,
হে বঙ্গবন্ধু রহিয়াছি আজও  তোমারই পথপানে।
মাঝি-মাল্লার ভাটিয়ালি গান- রাখলের মুখে সুর,
কাঁদিয়াছে আজ শ্রান্ত বীজন তুমি নেই মুজিবুর।

পুষ্প কাননে  অকালে ঝরে অলিরা ফিরিল হায়,
মাঠ-ঘাট আজি বিরানভূমি তুমি  হে মুজিব নাই।
ঢেউ হিল্লোল বাংলা হাওয়া পলেপলে যায় ফিরে,
রুদ্ধ দুয়ারে নাহি পাই শ্বাস যতো নৃপতির ভীড়ে।  

এই বাংলার বুকে বঙ্গবন্ধু দিয়াছো ঢালিয়া মায়া,
পাতা পল্লবে ফলে ফুলে মোর রহিছে তব ছায়া।
কৃষাণ কামার মজুর কুমার তোমারে সবই স্বরে,
রহিলে আজও আসন পাতি তব মুজিবের তরে।  

বিশ্বের বুকে দিয়াছো তুমি বাঙালি জাতির মান,
অসুর নাশিতে ছুড়িয়াছ তীর  চালিয়া অভিযান।
দারিদ্র্য দুখীর উনুনে তুমি জ্বালিয়াছো হে জ্বাল,
পথশিশুদের দিয়াছ মুজিব সমুখে ভাতের থাল।

তুমি হীনা এই জাতি আজ পথে পিতৃহারার মত,
উথলিত হয় জাতির বুকে  শতো আয়ুধের ক্ষত।
কালো একরাতে অসুরী হাতে নিয়াছে তব প্রাণ,
রহিবে অমর বাংলার বুকে  হে মুজিবুর রহমান।