বাংলার বুকে এখনো উড়ে
শকুনের পাল কঙ্ক,
স্বাধীন দেশে আজও কেনো
মিলছেনা তার অঙ্ক।


বাতাসে আজ লাশের গন্ধ
আসে কেনো ভেসে,
সন্ত্রাসীর ভয়ে আজো
দিন কেঁটে যায় ক্রাসে।


ক্ষমতা নিয়ে হানাহানি
রক্তের হোলি খেলা,
আজো কেনো বোনের বুকে
ভাই হারানো জ্বালা।


শিক্ষাঙ্গনে সন্তান মরে
কেনো কেঁদে যায় মা,
এর উত্তর স্বাধীনতা আমি
কোথাও কি পাবো না.?


কৃষক কেনো পায়না তাদের
ফল ফসলের মূল্য,
তবে শোনি  কৃষক চাষির
নেইযে কোনো তূল্য।


কতো মায়ের ইজ্জত হানি
আজও কেনো ঘটে?
স্বাধীন দেশের স্বাধীনতা
রয়েছে সংকটে।


রচনাকাল:- ০৭/০২/২০২৩ খ্রি: