দেখলে যে মোর চোখ হাসে-
খুলল আজি রুদ্ধ দুয়ার-বান ডেকে ঐ জাগল জোয়ার
তরু লতার বৃক্ষরাজি-কুসুম কুঁড়ির নিঃশ্বাসে-
আহা নিত্য দিনের উল্লাসে!
দেখলে যে মোর চোখ হাসে।


দেখে যে হায়,মন ভরে যায় দিক-বেদিকের আশপাশে,
সৃষ্টি সুন্দর এই ধরণী উত্তাল সাগর মরুভূমি-
দুগ্ধ দেহে সুখ আসে!
দেখলে যে মোর চোখ হাসে।


রুদ্ধ প্রাণে ক্ষুব্ধ হয়ে বইছে হাওয়া পল্ললে-
ধরলাম তরী শক্ত করি, ভেঙে-চুরে কল্লোলে।
রিক্ত বুকে সুখ জড়িয়ে
মুক্ত কাঁদন দুখ ছাড়িয়ে,
গর্বে আজি বুক ফাটে হায়- হিল্লোলে আজ সুখ ভাসে!
দেখলে যে মোর চোখ হাসে।


উদার আকাশ বায়ু বাতাস ছুটলাম আজি উচ্ছ্বাসে-
তিব্র রোদে ফাটলে মরু- হঠাৎ করে জল আসে,
আহা তার মাঝে ঐ চাঁদ ভাসে!
দেখলে যে মোর চোখ হাসে।


হঠাৎ করে উল্কাপাতে- ঊর্ধ গামী কোথায় হতে -
ঐ গগনের পৃষ্ঠ ফেটে
বারিধারায় বর্ষা ছুটে,
সবুজবীথির রূপ মাদলে শিশির জমায় দুব-ঘাসে!
দেখলে যে মোর চোখ হাসে।


বক্ষে আমার দুল দিয়ে যায় লক্ষ ফুলের বাগ দেখে-
সবুজ গিরির রূপ দেখে মোর ছন্দপটের ভাব আসে!
আহা হরেক ছন্দের বিন্যাশে
লিখতে যে মোর চোখ হাসে।


আজ খুললো কপাট, দুললো ধরা-
নাচলো মেতে পাগলা ঘোড়া!
দেখলে তোরা আয় কাছে-
আহা দেখতে যে মোর চোখ হাসে।
রাখাল রাহার মোহন বাঁশি ভৈরবীদের গান ভাসে-
শোনলে যে মোর প্রাণ হাসে।
আহা দেখলে যে মোর চোখ হাসে!!


❝শ্রদ্ধেয় কবি কাজী নজরুল ইসলাম এর সৃষ্টি সুখের উল্লাসে কবিতাটির অনুকরণে লেখা❞