রমজান এলো সওগাত নিয়ে
এই ধরণীর তরে,
বইছে আজি খুশির জোয়ার
মানব কূলের ঘরে।


খুললো ডালা রহমতের
মাথায় ধরতে ছাতা,
মধ্যাহ্নের মাগফিরাতে
কাটবে গোনাহের খাতা।


রমজান দ্বারা পুড়বে অহং
অসৎ কর্ম দূরে,
এই সাধনার সংযোগ সদা
আমলনামায় ঘুরে।


রও হে মানব নাজাত পেতে
সিয়াম সাধন ধরো,
পাপ গুলো সব -পড়বে ঝরে
নেকির পাল্লা ভরো।  


রমজান মাসের মাহাত্ম্য গুণ
কেউ করো না হেলা,
ভক্তি করে যাও-রে মুমিন
পেতে মুক্তির বেলা।