ফলে ফুলে  বসুমতি   -কতো  অবদান,
নদীনালা  জড় জীবে   -নাহি  অবসান।
অন্তিমের  কাল ছায়া  অমানিশি ঘোর,
রিজিকের  অন্বেষণ  দাও  খুলে  দোর।


রজনী নিশির শেষে আসে ফিরে ভোর,
পাখিদের কোলাহলে কানে বাজে সুর।
পূব নভে  জ্বলে ভানু   নব রূপে  সাজ,
প্রভু স্মরি শুরু করি  রহে যতো কাজ।


আহারের  ডালা ভরে  যাহা দাও খাই,
ধরাধামে  প্রভু তোমা  কৃপা কণা চাই।
পুণ্য  লভি  চির-সুখী   বাধাহীন  পথ,
ইহকালে  হেঁসে  চলে  মায়াবিনী  রথ।


বাজে যখন   মিনারে   আযানের তান,
নিদ ভেঙে  যায় ছুটে  -এই মোর প্রাণ।
কুপথের  দিশা ছাড়ি  -এই  পাপী জন,
নামাজে'তে   দিই ঢেলে কলুষিত  মন।


ওহে প্রভু  কৃপাসিন্ধু  তুলেছি গো হাত,
অশুভনী  বাধা সবি -করি মোনাজাত।
মুছি দাও ওহে প্রভু -যতো আছে পাপ,
করো ক্ষমা প্রভু মোরে করে দিও মাপ।