রাস্তা ঘাটে মদ গাঁজা'টি
যাচ্ছে'রে ভাই ভরে,
তাদের দ্বারা শঙ্কিত আজ
মা বোনেরা ডরে।

কামুক নেশায় মাতাল হয়ে
রাত বে রাতে ঘুরে,
দেখলে নারী--মন্দ ভাষায়
ডাকে নানান সুরে।

দূষণ হচ্ছে সমাজ খানি
ঐ লম্পটদের দ্বারা,
কতো বোন আজ ধর্ষিত হয়
কেউবা যাচ্ছে মারা।

শয়তানের দল মজা লুঠে
একা পেলে নারী,
ভাবছেনা'যে তার মতো বোন
আছে তাদের বাড়ি।

এমন সন্তান জন্ম দিয়ে
লজ্জিত তার বাবা,
তার বোনেও খাবে একদিন
অন্য জনের থাবা।