আমার গাঁয়ের মাঠ জুড়ে আজ
সেজেছে সরষে ফুলে,
দক্ষিণা বাতাসে দুলোকে দুলায়
মনটাও যে মোর দুলে।


গোধুলী বেলায় রবি বসে পাটে
মায়াবী কিরণ বুকে,
মৃদু সমীরণ হলুদে বরণী
হেলেদুলে কতো সুখে।


সারারাত নিশি ঘুম দিয়ে যায়
কুয়াশা চাদর গায়ে,
প্রভাতের কিরণ চুমু দিয়ে যায়
রূপো ষোড়শীর পায়ে।


গুনগুন করিয়া মৌমাছি এসে
করে যায় কতো খেলা,
শীতের গোধূলী হলুদের আভা
আকাশে মেঘের ভেলা।


রূপের পসরা সাজিয়ে জননী
পরান টা নিয়েছে কেঁড়ে,
তার বুকে এই বসতি আমার
কি করে যাই গো ছেড়ে.?