রুদ্র তাপে দহন জ্বলে
মরুর মতো খরা,
খাঁ খাঁ করে পশু পাখি
কাকুতির্ণ্ন ধরা।


দুগ্ধ দেহ অশান্ত মন
হায়-হুতাশে কাটে,
গায়ের জামা কাঁধে নিয়ে
হাট-বাজারে হাঁটে।


অতিষ্ঠিত বৃক্ষ লতা
অনাবৃষ্টির ফলে,
মর্মহুয়া চাতক পাখি
পিপাসিত জলে।


গগন কোনে মেঘের মেলা
যায় বাতাসে উড়ে,
স্বপ্ন চাষির শশ্যকণা
রুদ্র তাপে পুড়ে।


নদী নালা যায় শুকিয়ে
ভুক্তভোগী মাছে,
উর্বরতার অপুষ্টি'তে
নষ্ট ফলন গাছে।