সৃষ্টি শুরু আদম হাওয়ার
প্রেম লীলাময় ঘিরে,
শাজাহানের তাজমহল এক
প্রেম যমুনার তীরে।

জাগ্রত আজ ইতিহাসে
লায়লী মজনুর প্রেমে,
ফরহাদ শিরি'র অমর বাণী
রইবে কি আর থেমে?

হৃদয় জুড়ে রাখতো রাধা
কৃষ্ণ প্রেমের প্রীতি,
রইবে অমর যুগযুগান্তর
করুণ তাদের স্মৃতি।

রজক চণ্ডীর ভাব যমুনায়
ডুবলো জগৎ খানি,
বৃন্দাবনের লীলা খেলায়
করলো আগুন পানি।

বিলাল মঙ্গল কলুষ মুক্ত
প্রেমের লীলায় সেরা,
পবিত্র প্রেম তাদের মাঝে
প্রীতির গল্পে ঘেরা।