ওগো হে নন্দিনী তোমার আবেশে পুলকিত মোর মন,
আহা কি দারুণ  দেখিতে করুণ রূপকের  নিধুবন।
রূপে গো তোমার  চয়ন পড়িছে   চমকের উচাটন,
আহারে আদুরী রূপের মাধুরী  নিলে মোর তনুমন।

দেখিয়া তোমারে হয়েছি মগন  রহিতে পারিনা চুপ,
পুষিয়া বাসনা অসার যাতনা অঘোরে দেখিয়া রূপ।
নধর তনুর    হরিণা নয়নী     দিয়াছো   হৃদয়ে টান,
অসার করিয়া যেওনা ছাড়িয়া উদাস করিলে প্রাণ।

নিশুতি যাপন  মরমে ভরাট  মারিয়াছে মোরে ঊঁকি,
রাখিলে আমারে বুকের মাজারে রহিবো জনম সুখী।