নীল গগনে নীলাভ ভাসে
বাষ্প রাশির সারি,
হাওয়ায় মিশে যাচ্ছে ছুটে
কোথায় তাদের বাড়ি?

কেমন করে রাত দুপুরে
ইচ্ছে মতো উড়ে?
সাদা তুলোট ওলট-পালট
বিশ্ব ভুবণ জুড়ে!

নীরদবরণ গগন আলয়
তারকা গুলো ঢাকে,
উষ্ণ বিহীন তপন তখন
নিশির রূপে হাঁকে।

অস্তাচলে তপন গেলে
তারকা মারে উঁকি,
শশধরের আধখানা রূপ
মাঝখানে হয় মুখি।

ভুবন কান্তি দেয় প্রশান্তি
নেত্র গগন চেয়ে,
মূর্ছিত মন ভাবনা জাগে
দিবস নিশা পেয়ে।