বিপিন রাঙা ফল ফসলে
হরিৎ আঁচল নয়ন গলে
এই তনু মন পুড়ে,
বিস্ময়কর এই জন্মভূমি
প্রীতি মাখা তোমায়  চুমি
এই অবনী জুড়ে।

আবার আমি আসবো ফিরে
রূপ মহুরির নদীর  তীরে
পল্লবী মার কোলে,
যেথায় থাকে শ্যামা কোয়েল
শালিক পেঁচা ময়না দোয়েল
দেখতে এ মন দোলে।

শশধর এর  আলোক ভাসে
পূব দিগন্তের ভানু হাসে
পাল তুলেছে নায়ে,
বন  বিটপীর সবুজ মেলা
অস্তপারের সন্ধ্যা বেলা
ডাকছে আমায় গাঁয়ে।

পল্লী গাঁয়ের উঠোন ঘরে
টানছে আমায় বক্ষ ধরে
থাকতে কি আর পারি?
ভুলবো আমি কেমন করে
প্রসূন  হাসে কানন ভরে
শস্য মাঠের সারি।