কার ইশারায় বারি ধারায়
অঝোর বৃষ্টি আসে,
সাগর নদীর অথৈজলে
লঞ্চ স্টিমার ভাসে.?


কার হুকুমে পাহাড় পর্বত
খুঁটি বিহীন আকাশ,
কার ইশারায় দেহ মোদের
নিচ্ছি আলো বাতাস।


অনুজীবের আহার জোগাড়
কে করিলো ভবে?
কেউ জানো কি? এই অবনী
সৃষ্টি করলো কবে!


কার ইশারায় চন্দ্র তারা
সূর্য ওঠা শুরু.?
কোন আদেশেই ঝর্ণাধারা
কে-বা তাহার গুরু।


কার ইশারায় রাজা বাদশাহ্
বস্তা ভর্তি টাকা!
হঠাৎ করেই কেমনে হয়'রে
পকেট খানা ফাঁকা.?


কেবা চালায় কুল কায়েনাত
রিজিক কেবা দানে,
দম ফুরালেই কেবা আবার
মৃত্যুর পথে টানে।