আজব যন্ত্র মানব দেহ
কি অপরুপ সৃষ্টি,
জ্ঞান গরিমা মস্তিষ্কের ঐ
চক্ষু বিলায় দৃষ্টি।


দু'শ ছয়টি কব্জা দ্বারা
দেহ খানি গড়া,
রক্ত মাংস রুহু দিয়ে
পাঠিয়েছে ধরা।


পার্টসে ঘেরা হৃদপিণ্ড'টা
বায়ুর দ্বারা চলে,
করলো তৈরী কোন মিস্ত্রি
নানান কন্ঠে বলে।


চোখ হারালে অন্ধ মহল
শ্বাস টা গেলে মরণ,
করলো সৃষ্টি যে কারিগর
কেউ করি'না স্মরণ।


ছাড় পাবে না দেহ বডি
যদিও হয় খাঁটি,
শ্বাস বায়ুটা গেলেই উড়ে
বডি খানা মাটি।