সারাজীবন চিনির বোঝা
বয়ছে পিঠে গাধা,
জানলো না সে রংটা কি তার
লাল কালো কি সাদা!


চোখ থেকেও ভবের বুকে
যাচ্ছে বোঝা বয়ে,
ঘুরবে কতো ঠুলির চোখে
কলুরবলদ হয়ে।


চরকি পাকে যাচ্ছে ঘুরেই
সংসার তাহার ঘাড়ে,
দমের দ্বারায় যদি দাঁড়ায়
করছে আঘাত তারে।


দুঃখ যে তার সাথ ছাড়ে না
পায় না একটু ছায়া,
কেউ বুঝে-না চলছে কেমন
অবস চারটি কায়া।


ক্লান্ত জীবন হাঁটছে তবুও
স্বপ্ন নেই তার চোখে,
সুখের ছোঁয়া পায় না কবু
কেউ দাঁড়ায় না রুখে।