পর পকেটে নজর তোমার
সকাল সন্ধ্যা রোজ,
সুঠাম দেহ স্ববল গায়ে
করো ভিক্ষার খোঁজ।

পরাধীনের শিকল তলে
দেখবে না গো সাজ,
নিন্দিত আজ এই সমাজে
নির্ভরতার কাজ।

ভিক্ষা করো অলি গলি
নিয়ে ভিক্ষার থাল,
কতো জনে গঠন দেখে
মন্দ করে গাল।

কানাকড়ির আশায় যারা
জীবন করে নাশ,
তার থেকেও মরণ ভালো
গলায় দিয়ে ফাঁস।

বাহুবলে রত্ন ফলে
হয়না কোনো ক্ষয়,
খোঁজলে তুমি সুগম্য পথ
করতে পারো জয়।