সুখ সাগরে উড়ায় কেতন
চাপায় পরের ঘাড়,
নির্ব্যথায় সে তন্দ্রা ঘোরে  
অকূল সাগর পার।


সুখের পায়রা পরের খেয়ে
ডিগবাজি খায় রোজ,
পানকৌড়ি সে শিকার ধরে
করে মাছের খোঁজ।


পিঁপড়া দেখো সারাটা দিন
বিশ্রাম নাহি নেয়,
গড়তে জীবন আহার খোঁজে
প্রচুর সময় দেয়।


দুখ সাগরে যে জন লড়ে
জীবন তারে কয়,
দাঁড়ায় জীবন নিজের পায়ে
কারো দয়ার নয়।


ঐ জীবনকে জীবন বলে
করলে কায়া দান,
জীবন সুখে পাড়া-পড়শি
গায়'রে জয়ের গান।