হাসপাতাল আজ মৃত্যু পুরী
মরছে কতো রোগী,
স্বজন প্রীতির আহাজারি
দেখলে কষ্টে ভোগী,

দলে দলে আসছে রোগী
মরণ মাথায় তোপে,
নাম না জানা অসুখ বিসুখ
কতো নানান রূপে।

সমান তালে জন্ম মৃত্যু
এক ছাদের ঐ তলে,
কারও হাসি কেউবা কাঁদে
চোখের অশ্রু জলে।

শতো চেষ্টা বিফল করে
যাচ্ছে'রে ভাই মরে
কেঁদে কেঁদে আপন স্বজন  
লাশ নিয়ে যায় ঘরে,

খোদা তোমার এ কি খেলা
প্রাণ'টা নিচ্ছো কেড়ে,
এক এক করে যাচ্ছে সবাই
মায়ার বাঁধন ছেড়ে।