মিথ্যা ছলে তাল-বাহানায়
কতো গর্জন দেখি,
মুখের উপর কতো কথা
কাজের বেলায় ঢেঁকি।


কথায় কথায় বলে বেড়াও
চৌদ্দ তলা বাড়ি,
ভরনপোষণ পায়'না বধু
পরে ছেঁড়া শাড়ি।


লবন আনতে পান্তা পুরায়
চিবাও মুরগী খাসি
মহাজনের ঋণের তাড়ায়
ডাকো খালু মাসি।


ভাব ধরেছো কোটিপতির
অহন নীলা পোষে।
ঘ্যাঙর ঘ্যাঙর শব্দ দ্বারা
ব্যাঙ মরে তার দোষে,


সত্য নিয়ে বাঁচতে শেখো
মিথ্যে হবে ফিঁকে,
স্বভাব নীতির চালচলনে
সুনাম চারি দিকে।