ফুটে ফুল  বাগিচায় বকুলের  ডালে ওই,
পাখিসব কলোরব পেতে কান মেতে রই।
তটিনীর টলোমল্  দোলে ঢেউ অবিরাম,
সাগরের খোলা বুক নাহি তার বিধিবাম।


মমতার  মায়াজাল   পাহাড়ের  তরুতল,
পাথরের বুকে বয় ফোয়ারার কুলু জল।
নিশুতির তমসায়  জোনাকির নাচে মন,
প্রদীপের জ্বলেদীপ ঝলোমল হাসে বন।


তুলোটের  সারি দল ভেসে যায়  বহুদূর,
কেতকীর  ঝরা দিন  লাগে খুব  সুমধুর।
বিবিধের  তরুতল  মুকুলের  ছড়ে ঘ্রাণ,
দেখি ওই মনোহর গগনের  খোলা প্রাণ।


ফাগুনের  আগমন  চাতকের  কলতান,
গেয়েযায় কিশলয় নীলিমার  সারিগান।
দখিনার বায়ুময়  মরু প্রাণ  পেলো তার,
অবনীর যতো জীব  মিতালীর সমাহার।