স্বপ্নের সুশীল রাঙ্গা ধারায়
আয়রে নবীন প্রাণ,
বিজয় কেতন হস্তে নিয়া
গাইবো বিজয় গান।

ভ্রান্ত ধারার শোষক শাসন
করবো মোরা শেষ,
জাগ্রত হও নবীন সেনা
গর্জে উঠুক দেশ।

ভুলের সঙ্গে নয় নতশির  
রাঙ্গা প্রভাত চাই,
বিধান ভাঙ্গার আসন যাদের
নাইরে তাদের ঠাঁই।

নীতির মশাল জ্বালরে মানিক
আসবে মোদের জয়,
মিথ্যা জালের ভাঙবো শিকল
কিসের এতো ভয়?

ভয় করিসনে আঁধার রাতের
কুন্ঠে রাখিস বল,
মটকাবো ঘাড় শোষক নষ্টার
চলরে নবীন দল।