বিদায় জানাবো এই ভূবণ'কে
অশ্রু নয়ন জলে,
পাষাণ প্রাচীরে রইবো না আর
যাবো বহুদূর চলে।


জ্বালিয়ে দিবো নিরাশার দোলা
রেখে যাব সব স্মৃতি,
আছে যতো মোর কাব্য পঙতি
বিরহ বেদনার প্রীতি।


আসিব না আর ফের ফিরিয়ে
বুঝিতে পারিবে তখন,
উঠিবে চমকে কাঁদিবে শিউরে
রহিবো না আমি যখন।


জীবনের এই অন্তিম বেলায়
জমাবো যখন পাড়ি,
কতো আশা মোর মায়ামমতা
আছে যতো সব ছাড়ি।


যোগ বিয়োগর হিসাব নিকাশ
কষিবে যখন তবে,
রহিবে শূন্য বিয়োগের খাতা
স্মৃতি টুকু মোর রবে।