বাবা মায়ের স্বপ্ন ছিলো
করবে পড়া শেষ,
উচ্চ চাকরি করবে ছেলে
কাটবে দুখের রেশ।

স্কুল কলেজ ফাঁকি দিয়ে
জীবন করলো নাশ,
বাবার আশা ব্যর্থ হলো
পড়লো মাথায় বাঁশ।

বাবার ঘাড়ে বেকার ছেলে
লাশের সমতুল,
জীবন যাচ্ছে অথৈ জলে
পায়'না খোঁজে কূল।

এদিক ওদিক ঘুরে বেড়ায়
খেয়ে ঘরের ভাত,
সারাটা'দিন আড্ডা মেরে
ফিরে গভীর রাত।

আশার মাঝে পড়লো ঠাড়া
ভাঙ্গা কপাল তার,
জীবন ঘানি টানতে টানতে
সত্তর করলো পার।