অধিক মূলে বাংলার কোলে
সবার কাছে ধরলে তুলে
বাংলা আমার ভাষা,
প্রাণটা খুলে নিত্য বলে
কামার কুমার চাষা।


বাংলা ভূমি প্রিয় তুমি
গর্বিত আজ মাতৃভূমি
বাংলা আমার সেরা,
মনটা দোলে বাংলা কোলে  
বটে বৃক্ষে ঘেরা।


উদাস প্রাণে পাখির গানে
রাখালিয়ার বাঁশির টানে
দেয়'যে দোলা মনে,
থাকি রয়ে বিভোর হয়ে
মুগ্ধ তাহার সনে।


পাখপাখালি গাছগাছালি
কৃষক শ্রমিক বাগান মালী
দৃশ্য ধরার ছবি,
অধিক ছন্দে মন আনন্দে
লিখছে নানান কবি।