অহং বোধের এই না ধরায়
আমার আমার করে।
গোলক ধাঁধাঁয় মগ্ন ছিলাম
কোন সাধক'কে ধরে।


বোকার সঙ্গে ধোঁকার আলয়
যাচ্ছি কিসের খোঁজে,
আমার বলতে কিছুই'তো নেই
ভাবলাম মাথা গুঁজে।


রং তামাশার রঙ্গ-শালায়
জীর্ণ বিবেক পুড়ি,
লাটাই বিহীন শূন্যে বেড়ায়
জীবন নামের ঘুড়ি।


হেলায় বেলায় অসার সময়
কুৎসা রটায় চলে,
বৃথাই জীবন -পার হয়ে যায়
নিচ্ছি পাপের থলে।


গেলাম খেঁটেই কলুর বলদ
মরণ ঘন্টা ভুলে,
যাচ্ছেনা হায় আমার কিছুই
অস্তপারের কূলে।