অভাব দ্বারে দিন প্রতিদিন
নিত্য পুষি দুখ,
যাচ্ছি খোঁজে নানান পন্থায়
পাই'না তবুও সুখ।


নুন আনিতে পান্তা ফুরায়
দীর্ঘ বাড়ে শ্বাস,
ছিদ্র চালের ভাঙা বেড়ায়
রোদ বৃষ্টিতে বাস।


কেনো যে হায় রঙ দুনিয়ায়
এই গরিবের হাল,
হাউমাউ করে যাচ্ছি কেঁদে
নেই পাতিলে চাল।


অনাহারে থাকছি উপোস
কোথায় পাবো ভাত?
গরীব বলে এই অধমের
নেয় না কেহ সাথ।


সৃষ্টিকর্তার কি অভিনব
কিসের ছিলো ক্ষোভ?
পার্থক্য আজ ধনী গরীব
ভিন্ন কেনো রূপ?