মানব দেহের আদি বীর্য
কোন শহরে ছিলো,
জীবন হয়ে জগৎ মাঝে
মানব রূপে নিলো।

কোন তপতীর জঠর ধরে
এলো জগৎ পরে,
কোন ঋষিরাজ বিষ্ণু ধ্যানে
পেলো সাধন করে।

কোন চাষী তা বপন করে
পাঠিয়েছেন ধরা,
হরেক রকম রূপ আকৃতির
দেহ খানি গড়া।

এক আদলে জগৎ সংসার
নারী পুরুষ মিলে,
কি মাধুর্য সৃষ্টি লীলা
মচকেও না ঢিলে।

নারীর সাঙ্গ পুরুষ জন্মে
মিলন প্রীতির তরে,
অদৃশ্য কোন মায়ার ছলে
উদিত হয় ঘরে।