তথ্য ভাণ্ডার শুন্য, মস্তিষ্কের অলিতে গলিতে
ছারপোকাদের বাস,
হৃদয়ে ফরমালিনের আছর, নিঃশ্বাসে সীসার বুদবুদ
চোখ ঝলসানো, ডিজিটাল বিজ্ঞাপনে।
এই যদি বেঁচে থাকা হয় তবে,
বেঁচে বর্তে আছি।


কালের কৃপণতায় বিশ্বাস জমাট বেঁধে
উই পোকার ঢিবি, মনতো সেই কবে মজা পুকুর।
বিবেকের কার্ণিশে শকুনের পাহারা, প্রতিবাদী ভ্রুণে
ক্যানসার ছড়ানো, আবেগের বৃক্ষ স্বর্নলতায় জড়ানো।
এর নাম যদি ভালো থাকা হয় তবে,
আলোর মধ্যেই আছি।


এমনতো হবার কথা ছিলো না
কথা দিয়ে কথা না রাখাই মহত্ত্ব হবে
ভালোবেসে কাছে না থাকাই মমত্ব হবে
সমাজে এত অসংগতি, প্রতিবাদী হলে নিঃসঙ্গ তবে।


তবুও বুক বাঁধি সংশয়ে, বেঁচে থাকার বিনিময়ে
এ পৃথিবী আমার ভেবে। পৃথিবী যখন দেশ হয়ে যায়
পাসপোর্ট, ভিসা চোখ রাঙ্গায়। সেই পৃথিবী
আমার কি তবে? দেশকে ভাবি সাধ্য কী?
উচু নীচু ভেদ, ছুত অচ্ছুত ক্লেদ, ভীষণ যন্ত্রণায়
গুমরে ওঠে মানবতা, অলীক স্বার্থকতা।
এর নাম যদি সুখে থাকা হয় তবে
সুধারণ্যেই আছি।


ঘৃণা করতেও ঘৃণাবোধ জাগে, মানুষ বটে
মাথা নত লাজে, স্বপ্নের ভাজে ভাজে
মরিচা জমাট বাঁধে। তাই ভালোবাসার উড়িয়ে নিশান
জাগরণের গান গাই, উত্তাপ নাই, আকর্ষন আছে।
এর নাম যদি ভালোবাসা হয় তবে,
স্বপ্নীল সূর্যমুখীই আছি।