সুখের স্মৃতি বিশাল কিন্তু
দুঃখগুলো অল্প
সুখ যদি হয় উপন্যাসতো
দুঃখ ছোটগল্প।


দুখের সময় সুখের স্মৃতি
করলে একটু স্মরণ
দুঃখ সেতো নিজ স্বভাবে
হয়যে বশীকরণ।


খালি কলস বাজে বেশী
দুঃখগুলোও তাই
সুখের ভারে গুম হয়ে সে
সুন্দরে হয় ছাই।


সুখ সুন্দর তুমি সুন্দর
আমি সুন্দর তাই
সত্য সুন্দর আমি সত্য
দুখের নেইতো ঠাই।