লীলা খেলায় মত্ত হইয়া
সখীগণের মন নাচাইয়া
আমার কাছে আইসোনা
তুমি বন্ধু কৃষ্ণ হইওনা ।


হরেক ফুলে হুল ফুটাইয়া
নানান জাতের মধু খাইয়া
আমায় তুমি ছুইওনা, না না
বন্ধু তুমি ভ্রমোর হইওনা।


হও যদিগো বন্ধু তুমি
হইও গলার হার
গলায় পরে বুকে ধরে
করবো জনম পার।