নিজস্ব সংলাপ - ২৭১
--------- আনোয়ার মজিদ
বৃষ্টিখরায় জমিন ফাটে
অধিকে হয় বান
যৌবন যার নিয়ন্ত্রিত
তার ঘরেতেই মান।


নিজস্ব সংলাপ - ২৭২
--------- আনোয়ার মজিদ
ইচ্ছেগুলো ডানা মেলে
উড়তে যতো চায়
বাস্তবতা নিঠুর প্রেমে
জড়িয়ে ধরে পায়।


নিজস্ব সংলাপ -২৭৩
------------ আনোয়ার মজিদ
হতাশায় মন হলে ভারী
শয়তানে দেয় দম
ধৈর্য ধারণ না করিলে
হয় যে মতিভ্রম।


নিজস্ব সংলাপ - ২৭৪
--------------- আনোয়ার মজিদ
লজ্জাহীনে সদাই কিনে
সুলভে পাপ ঘৃণ্য
আধিক লাজে ব্যর্থ কাজে
জীবন জরাজীর্ণ।


নিজস্ব সংলাপ - ২৭৫
-------- আনোয়ার মজিদ
প্রেমেও আবার চেক না বসায়
ভয়ে আছি বেশ
নষ্ট জীবন নষ্ট এ মন
নষ্ট পরিবেশ।


নিজস্ব সংলাপ - ২৭৬
--------- আনোয়ার মজিদ
প্রেমের ভাজে মরীচিকা
মনের মাঝে উই ঢিবি
যুগের হাওয়া সীসা বুদবুদ
ভালোবাসায় কী দিবি।


নিজস্ব সংলাপ - ২৭৭
------- আনোয়ার মজিদ
মেঘলা দিনে একলা মনে
তোমার কথা ভাবছি
হৃদয় খুঁড়ে ভালোবাসার
অপূর্ণতা মাপছি।


নিজস্ব সংলাপ - ২৭৮
-------- আনোয়ার মজিদ
ভালোলাগা নির্ভরতায়
ভালোবাসা হয়
বিশ্বাস হলে পরিপূর্ণ
প্রেম তারেই কয়।
অনুভবের তিন স্তর
পূরণ যারই হয়
মেনে নিও নির্দ্বিধায়
প্রেমিক তারেই কয়।


নিজস্ব সংলাপ - ২৭৯
-------- আনোয়ার মজিদ
কুড়িয়ে পেলাম যা
রাখি নাই যতনে
মূল্যবান ছিলো তা
বুঝিলাম পতনে।


নিজস্ব সংলাপ - ২৮০
---------আনোয়ার মজিদ
সখীরে তোর মান ভাঙ্গাতে
পাইনা খুঁজে শব্দ
মান অভিমান অধিক হোলে
প্রেম হয়ে যায় জব্দ।


নিজস্ব সংলাপ - ২৮১
-------- আনোয়ার মজিদ
বৃষ্টি ও তুমি
কী অদ্ভুত মিল
মেঘলা আকাশ
আমি আকাশের নীল।


নিজস্ব সংলাপ - ২৮২
--------- আনোয়ার মজিদ
সখীরে তোর মান ভাঙ্গেনা
পাড় ভাঙ্গে যে অামার
বিলীন হতে কত বাকী
দেখনা এসে আবার।


নিজস্ব সংলাপ - ২৮৩
-------- আনোয়ার মজিদ
সুযোগ পেলে নির্জনে
অন্তরে ডুব দিও
ভালো মন্দ সুখ ছন্দ
যাচাই করে নিও।


নিজস্ব সংলাপ - ২৮৪
-------- আনোয়ার মজিদ
আকাশের নীল গাছের সবুজ স্পষ্ট আবার
অনুভবে তুমি ভাসছো
হারানো শব্দগুলো ফিরে আসছে কবিতায়
মন বলে তুমি আসছো।


নিজস্ব সংলাপ - ২৮৫
--------- আনোয়ার মজিদ
একমুঠো ভাত তোমার দখল তোমারি থাক
নিরাপদে বাড়ি যাবো
বউ ছেলে মেয়ে উপসী মনে পথপানে চেয়ে
জল ছুঁয়ে জল খাবো।


নিজস্ব সংলাপ - ২৮৬
-------------- আনোয়ার মজিদ
অভিনয়ে প্রেম থাকেনা
প্রেমে লাগে অভিনয়
দুয়ের মিলন অপূর্ব ক্ষণ
প্রেম হয় যে রসোময়।


নিজস্ব সংলাপ - ২৮৭
------------ আনোয়ার মজিদ
বৈরী সময় ধৈর্য ধারণ
এর`চে ভালো নাই
এক আল্লাহ মহান তিনি
তাঁর জবানী তাই।


নিজস্ব সংলাপ - ২৮৮
--------------- আনোয়ার মজিদ
প্রেম কী বোঝ! বোঝনা
বাসনাকে যতন করে
প্রেমের করছো সাধনা
মন কী বোঝ! বোঝনা
অলীক সুখের আদিমতায়
বাড়িয়ে যাও যন্ত্রণা।


নিজস্ব সংলাপ - ২৮৯
--------------- আনোয়ার মজিদ
এই দুনিয়ায় এমন মানুষ
খুঁজেই পাওয়া ভার
প্রেম ছোঁয়না মনকে যার
জীবনে একবার।


নিজস্ব সংলাপ - ২৯০
--------------- আনোয়ার মজিদ
দুইয়ে মিলে এক হয়ে যায়
তবুও থাকে ভিন্নতা
আবিষ্কারের মোহ মায়ায়
পায় যে প্রেমের পূর্ণতা।


নিজস্ব সংলাপ - ২৯১
-------------- আনোয়ার মজিদ
ঘরভাঙা ঝড় আসলে পরে
চোখ নামিয়ে রেখো
দাপিয়ে গেলেও ভাঙবেনা ঘর
নীরব চেয়ে দেখো।


নিজস্ব সংলাপ - ২৯২
---------------- আনোয়ার মজিদ
ভালোবাসায় হুল থাকেনা
ভুল থাকে ওই মনে
দেনাপাওনার হিসেব কষে
কেঁদোনা নির্জনে।


নিজস্ব সংলাপ - ২৯৩
----------------আনোয়ার মজিদ
বিশ্ব আমায় নি:স্ব করে
সুখ দিতে চায় সুখ
সুখ চাইনা ভন্ডামি ছাড়
দূর হ`রে দূ:র্মুখ।


নিজস্ব সংলাপ - ২৯৪
------------- আনোয়ার মজিদ
সবাই বুঝি আমার চেয়ে
একটু ভালো বেশী
তাই পৃথিবী তোমায় আমি
বড্ড ভালোবাসি।


নিজস্ব সংলাপ - ২৯৫
-------------- আনোয়ার মজিদ
যাচ্ছি ছুটে অন্ধকারে
দাপিয়ে বেড়াই সুখ
মনমাঝি তুই সুখমিলনে
এতটাই উন্মুখ।


নিজস্ব সংলাপ - ২৯৬
-------------- আনোয়ার মজিদ
প্রেম কিছু নয় মোহ মায়া
দুইয়ের মিলন ছায়া
মোহ একটু সিথিল হলেও
আটুট রাখে মায়া।


নিজস্ব সংলাপ -২৯৭
--------------- আনোয়ার মজিদ
মায়া জালে আছি বেশ
সুখে দুখে সর্বশেষ
শূন্যে শুরু শূন্যে শেষ
বৃথা দন্দ্ব বৃথা দ্বেষ।


নিজস্ব সংলাপ - ২৯৮
-------------- আনোয়ার মজিদ
যে নিজেরে চিনতে পারে
মানুষ চেনা সহজ তাঁর
অল্প সুখেই টইটম্বুর
জগত ও সংসার।


নিজস্ব সংলাপ - ২৯৯
--------------- আনোয়ার মজিদ
কষ্ট দেওয়া মানুষগুলো কষ্টে থাকে
নষ্ট মনের ভ্রষ্টামিতে কষ্টে থাকে
না পাওয়ার বেদনাতে নামছে পাঁকে
কষ্ট ছুঁয়েই ভ্রষ্ট মনের ছবি আঁকে।


নিজস্ব সংলাপ - ৩০০
-------------- আনোয়ার মজিদ
কলঙ্কে অার ভয় কী বলো
প্রেমেই যখন পড়েছি
জেনে শুনেই মধুর ভুলে
তোমার মায়ায় হেরেছি।


নিজস্ব সংলাপ - ৩০১
------------- আনোয়ার মজিদ
দু:খ আমায় দেয়না ছুটি
যতই করি নিবেদন
আষ্টেপৃষ্ঠে জড়িয়ে রাখে
রিজেক্ট করে আবেদন।


নিজস্ব সংলাপ - ৩০২
--------------- আনোয়ার মজিদ
আল্লাহ্র রাহে কুরবানি দাও
গরু খাসি দুম্বা উট
মনের পশুও জবাই দিও
আখেরাতে পাবে ছুট।


নিজস্ব সংলাপ - ৩০৩
------------- আনোয়ার মজিদ
অসাধারণ হতে যেয়োনা বন্ধু
সাধারণ থেকে মানবিক হও
প্রিয় থেকে প্রিয়তম হতে পারো
তুমিতো মানুষ বন্ধু শয়তান নও।


নিজস্ব সংলাপ - ৩০৪
--------------- আনোয়ার মজিদ
দুঃখ পুষে রেখোনা কেউ
কষ্ট ছুঁয়ে থেকোনা
সুখ ছন্দ অপেক্ষাতে
দরজা খুলেই দেখোনা।


নিজস্ব সংলাপ - ৩০৫
----------- আনোয়ার মজিদ
স্বপ্ন দেখি স্বপ্ন দেখাই
স্বপ্ন সাজাই বারংবার
স্বপ্ন আমায় দেয়না সুযোগ
স্বপ্নে থাকার অধিকার।


নিজস্ব সংলাপ - ৩০৬
--------------- আনোয়ার মজিদ
ভুল করলে ভুলের ক্ষতি
হতেই পারে সামান্য
ভুল করে ভুল বুঝলে পরে
মাসুল যে হয় জঘন্য।


নিজস্ব সংলাপ - ৩০৭
-------------- আনোয়ার মজিদ
শব্দছকে আঁকছি ছবি
কেউ দেখে কেউ দেখেনা
আনোয়ারের কী যায় আসে
যার মনে তা ধরেনা।


নিজস্ব সংলাপ - ৩০৮
-------------- আনোয়ার মজিদ
জোস্না ছোঁবো রাতে
চাঁদের আলো জোস্না হয়ে উঠলোনা
তুমিহীনা প্রাতে
ফুলকলিরা ফুল হয়ে আর ফুটলোনা।


নিজস্ব সংলাপ - ৩০৯
--------------- আনোয়ার মজিদ
উপকারের রিটার্ন দ্বিগুণ
কেউ বোঝে কেউ বোঝেনা
কৃতগ্ঘ্ন কেউ হতেই পারে
তাই বলে তা ছেড়োনা।


নিজস্ব সংলাপ - ৩১০
--------------- আনোয়ার মজিদ
অনেক যত্ন করে সাজানো অভিমান
ক্ষনিক স্পর্শে ভেঙ্গে দাও সব
কে তুমি প্রেম নাকি মায়া মোহ
রাঙ্গিয়ে যাও যৌবনের উৎসব।


নিজস্ব সংলাপ - ৩১১
----------------- আনোয়ার মজিদ
একটু ভালোবাসলে যদি
দুঃখ জরা কাটে
কৃপণ তুমি হইও নাকো
এইনা ভবের হাটে।


নিজস্ব সংলাপ - ৩১২
--------------- আনোয়ার মজিদ
তুমি আমার আয়না হবে
আমি তোমার অলংকার
বলছি শোন যে যাই ভাবুক
তুমিই আমার অহংকার।


নিজস্ব সংলাপ - ৩১৩
------------- আনোয়ার মজিদ
না চাইতে মেঘ বৃষ্টি এলো
তুমি এলেনা
দুঃখ এলো আঁধার কালো
দেখা দিলেনা।


নিজস্ব সংলাপ - ৩১৪
-------------- আনোয়ার মজিদ
স্বর্গে প্রেম নাইরে বন্ধু
যা অাছে এই ধরায়
নাও ছুঁয়ে নাও প্রেমের সকাল
বিকেল পড়বে খরায়।


নিজস্ব সংলাপ - ৩১৫
--------------- আনোয়ার মজিদ
বিরহী হতে হতে বিদ্রোহী হতে
পারলামনা
ভুলে যেতে যেতে তোমার স্মৃতি
ছাড়লামনা।


নিজস্ব সংলাপ - ৩১৬
-------------- আনোয়ার মজিদ
জন্ম মৃত্যুর মধ্যখানে
এক জীবনের ব্যবধান
কর্মে করলে ধর্ম লালন
মিলবে সঠিক সমাধান।


নিজস্ব সংলাপ - ৩১৭
------------- আনোয়ার মজিদ
ধর্মহীনে কর্ম হলে
কর্মফলে রবেই ছুট
দু`জাহানের অনুভবে
শান্তি জেনো হবেই লুট।


নিজস্ব সংলাপ - ৩১৮
--------------- আনোয়ার মজিদ
ভাগ্যহীনে কর্মগুনে
কর্মফলে শুন্যতা
একই কর্ম দু`জন করে
প্রাপ্তিতে রয় ভিন্নতা।


নিজস্ব সংলাপ - ৩১৯
--------------- আনোয়ার মজিদ
আমি ভীষণ স্বার্থপর
তোমার প্রেমের জন্য
মিলন সুখে হতেই পারি
একটু না হয় বন্য।


নিজস্ব সংলাপ - ৩২০
------------- আনোয়ার মজিদ
কবিতাকে ছুঁতে চাই
একটা কলম খুঁজছি তাই
নিরন্তর খাবি খাই
অনুভবে নিত্য ঝেঁকে যাই।


নিজস্ব সংলাপ - ৩২১
------------- আনোয়ার মজিদ
রাত তুমি সূর্য দেখ
আমি আর স্বপ্ন দেখতে চাইনা
ঘুম তুমি নাইবা এলে
ঘুমপাড়ানি গানতো আর গাইনা।


নিজস্ব সংলাপ - ৩২২
-------------- আনোয়ার মজিদ
রহমতেরই বৃষ্টি নিয়ে
আইলো মহরম
শুকরিয়া হে আল্লাহ্ তোমার
জানাই যে হরদম।


নিজস্ব সংলাপ - ৩২৩
----------------- আনোয়ার মজিদ
আই লাভ ইউ বাক্য মধুর
হৃদয়ে দোল খায়
সেই কথাটাই প্রয়োগ ভেদে
বেমানান হয়ে যায়।


নিজস্ব সংলাপ - ৩২৪
-------------- আনোয়ার মজিদ
জন্ম যেদিন সেদিন থেকেই
মৃত্যু অপেক্ষায়
কর্মে যদি জীবন না পাই
সে অামারি দায়।


নিজস্ব সংলাপ - ৩২৫
-------------- আনোয়ার মজিদ
খদিজা তুই ক্ষমা করিস মা
জানি যোগ্য না
নৈতিকতার ধ্বস নেমে যায়
রুখতে পারিনা।