নিজস্ব সংলাপ - ১৯৪
------ আনোয়ার মজিদ


রাগ করোনা বোনটি আমার
পিছে লাগুক কেউ
মানুষরূপী পশু যারা
করবেতো ঘেউ ঘেউ।
প্রতিবাদের লেখায় তোমার
উঠুক মনের ঢেউ
ভাষার মানে কষ্ট যেন
পায়না অন্য কেউ।


নিজস্ব সংলাপ - ১৯৫
------- আনোয়ার মজিদ


একটি মনের অলিগলি
ঘুরেফিরেই দিন গেলো
বেলা শেষে চাতকী ক্ষণ
ভাবছে বুঝি ভোর এলো।


নিজস্ব সংলাপ - ১৯৬
------ আনোয়ার মজিদ


ডিকশনারী খুলে বসে
জটিল কঠিন শব্দ ঠেসে
কবিতা আমি লিখবোনা
সহজ মনের সহজ জামানা।


নিজস্ব সংলাপ -১৯৭
------ আনোয়ার মজিদ


আম লিচু জাম কাঠালে
মারছো মারো ফরমালিন
এই ঋতুতে ফল খাবোনা
শরীর খোঁজে ইনসুলিন।


নিজস্ব সংলাপ - ১৯৮
------ আনোয়ার মজিদ


হয়নি মনের উন্নয়ন
বাশে বানাই ইমারত
টাকার মেশিন ঘুষেই চলে
সহজিয়া কসরত।


নিজস্ব সংলাপ - ১৯৯
------ আনোয়ার মজিদ


মানও আছে হুশও আছে
সেইতো হলো মানুষ
দুইটি গুনের অভাব হলে
অলীক রতন ফানুস।


নিজস্ব সংলাপ - ২০০
---------- আনোয়ার মজিদ


অহংকারে পতন না হোক
নষ্ট করে চরিত্র
গংগাজল আর গোলাপজলে
হবেনা মন পবিত্র।


নিজস্ব সংলাপ - ২০১
---------- আনোয়ার মজিদ


নষ্ট মনের ভ্রষ্টামিতে
সমাজ নষ্ট হয়
ভ্রষ্ট নেতার ধৃষ্টতায়
দেশের অবক্ষয়।


নিজস্ব সংলাপ - ২০২
--------- আনোয়ার মজিদ


কবিতার মন বুঝতে পারা
সহজসাধ্য নয়
জেনে রেখো মানুষের মন
সুপ্ত সেথায় রয়।


নিজেস্ব সংলাপ - ২০৩
--------- আনোয়ার মজিদ


এক আর একে দুই
এইতো হলো রীতি
দুয়ে মিলে একও হয়
জমলে প্রেম পিরিতি।


নিজস্ব সংলাপ - ২০৪
------- আনোয়ার মজিদ


রাত্রি ঘুমায় একা
জেগে আছি আমি
জেগে আছে মনের
দূরন্ত পাগলামী।


নিজস্ব সংলাপ - ২০৫
-------- আনোয়ার মজিদ


কথায় জ্বালা কথায় মালা
কথায় গন্ডগোল
সেই কথাতেই অংগ সাজে
ফোঁটে কবিতার বোল।


নিজস্ব সংলাপ - ২০৬
--------- আনোয়ার মজিদ


রমজানের ঐ চাঁদ দেখালো
পাপ মোচনের খুশির দিন
রাসুলের পথ আগলে ধরে
আল্লার রাহে হও বিলীন।


নিজস্ব সংলাপ - ২০৭
--------- আনোয়ার মজিদ


যার হাসিতে মৃত্যু ভাসে
ধংস মনের উস্কানি
তার প্রেমেতে নিত্য ঘটে
মানবতার মানহানি।


নিজস্ব সংলাপ - ২০৮
---------- আনোয়ার মজিদ


জীবন মানে আলো আঁধারের
বিজলী মিলনমেলা
ভোরের আলো ছুঁয়েই দেখি
দুয়ারে সন্ধ্যাবেলা।


নিজস্ব সংলাপ - ২০৯
--------- আনোয়ার মজিদ


যৌবনে মন উথাল পাথাল
জোয়ার জোয়ার ঢেউ
প্রেমের নৌকা ঘাট হারালে
খবর নেয়না কেউ।


নিজস্ব সংলাপ - ২১০
--------- আনোয়ার মজিদ


ভালোবাসার হয়না বেচাকেনা
যেটুকু হয়
দেহের সাথে দেহের প্রবঞ্চনা
ওটুকু ভয়।


নিজস্ব সংলাপ - ২১১
-------- আনোয়ার মজিদ


মিলনে বিরহের ছায়া
সুপ্ত রয়ে যায়
ক্ষনিক ভুলের অবসরে
হৃদয়কে তড়পায়।


নিজস্ব সংলাপ - ২১২
--------- আনোয়ার মজিদ


দুঃখগুলো কষ্ট করেই
নির্বাসনে পাঠাবো
সুখগুলো সব কুড়িয়ে নিয়ে
হৃদ দেয়ালে সাঁটাবো।


নিজস্ব সংলাপ - ২১৩
--------- আনোয়ার মজিদ


ভুলগুলো হায় দুঃখ রূপে
আপন সেজে রয়
সুখগুলো যে কেমন করে
সমান্তরাল হয়।


নিজস্ব সংলাপ - ২১৪
--------- আনোয়ার মজিদ


ও ললনা আজ বলনা
সুখ কি ছুঁতে পারলে
রূপ রূপসী দম্ভ নিয়ে
সাতসকালেই হারলে।


নিজস্ব সংলাপ - ২১৫
--------- আনোয়ার মজিদ


সকাল বেলার পিরিতি ভালো
দুপুরবেলার না
বিকালবেলার পিরিতি হইল
ভীষণ যন্ত্রণা।


নিজস্ব সংলাপ - ২১৬
------- আনোয়ার মজিদ


সহজ কথা সহজ ভাবে
মেনে নেওয়া যায়না
যা বুঝিনা সেটাই শ্রেষ্ঠ
গুরুগম্ভীর বায়না।


নিজস্ব সংলাপ - ২১৭
-------- আনোয়ার মজিদ


ও মেয়ে তুই আকাশ ছুঁবি
আমায় ছুঁয়ে দেখনা
এ বুকতো অসীম আকাশ
মেলে দিস তোর পাখনা।


নিজস্ব সংলাপ - ২১৮
-------- আনোয়ার মজিদ


আমি ঘুমালে স্বপ্ন জাগে
ভাংলে ঘুম স্বপ্ন ভাগে
ঘুম আগে না স্বপ্ন আগে
কাটলো সময় ভাবের অনুরাগে।


নিজস্ব সংলাপ - ২১৯
------- আনোয়ার মজিদ


আঁধার হয়ে আলো ছোঁবে
স্পর্ধা তোমার কম না
চাপিয়ে দেয়া মতবাদতো
অযাচিত হায়না।


নিজস্ব সংলাপ - ২২০
--------- আনোয়ার মজিদ


আলোর খোঁজে আলেয়ার হাতে
হয়েছিলাম বন্দী
সেই থেকে আজ অবধি
দৃষ্টি প্রতিবন্ধী।


নিজস্ব সংলাপ - ২২১
--------- আনোয়ার মজিদ


আয়না বলে মুচকি হেসে
ওরে পাগল কবি
মানববনে মানুষ খোঁজার আগে
তুই কী মানুষ হবি।


নিজস্ব সংলাপ - ২২২
-------- আনোয়ার মজিদ


ভাষা জ্যামে আটকে গেল
তোমার দর্শনে
তপ্ত হৃদয় ভিজিয়ে দিলে
মিলন বর্ষণে।


নিজস্ব সংলাপ - ২২৩
------- আনোয়ার মজিদ


রবী নজরুল গুণ শামসুর
যে যার পরিচয়
তাদের মত হতে চাইলে
তোমার পরাজয়।


নিজস্ব সংলাপ - ২২৪
-------- আনোয়ার মজিদ


স্বপ্ন দেখার নীতিমালা
তৈরী করে দেবো
মন্দ স্বপ্নের ডাবল ভ্যাট
কেটে আমি নেবো।
নীতিমালার বাইরে দেখা
অপরাধের সাজা
জেল কিংবা ফাঁসি দেবে
যখন যেমন রাজা।


নিজস্ব সংলাপ - ২২৫
-------- আনোয়ার মজিদ


প্রেমহীন জীবন যেমন
নরক সমান রয়
অধিক প্রেমে তেমনি করে
স্বর্গ ছাড়তে হয়।


নিজস্ব সংলাপ - ২২৬
-------- আনোয়ার মজিদ


ভাঙ্গা মনে ছেঁড়া স্বপ্নের আলিঙ্গনে
দুখের রোমন্থনে সুখ রেখেছি জমা
কে আছ সুহৃদ নির্ভেজাল নির্ভীক
মুছে দেবে জীবনের দাঁড়ি কমা।


নিজস্ব সংলাপ - ২২৭
--------- আনোয়ার মজিদ


আলোকোজ্জ্বল মঞ্চ কিংবা শ্মশানে
সন্মানে নেই কোনো বিশ্বাস
হৃদয়ে কলম চষে নিরন্তর করি চাষাবাদ
হৃদয়েই হোক আমার বসবাস।


নিজেস্ব সংলাপ - ২২৮
-------- আনোয়ার মজিদ


অনন্ত যৌবনের সন্ধানে
মনকে ভিজিয়ে রেখো মনে
অবারিত সুখ ছুঁয়ে ছুঁয়ে যাবে
ফলবে ফসল জীবন মরুদ্যানে।


নিজস্ব সংলাপ - ২২৯
--------- আনোয়ার মজিদ


গুম হয়ে যাই সকাল দুপুর
খুন হয়ে যাই রাতে
পিশাচীনির মন রেখেছে
যখন প্রেমের খাতে।


নিজেস্ব সংলাপ - ২৩০
-------- আনোয়ার মজিদ


মনের কথা ব্যবহারে
প্রকাশ করা হয়না
লাজুক লাজুক শব্দগুলো
বর্ণে ছোঁয়া যায়না।


নিজস্ব সংলাপ - ২৩১
-------- আনোয়ার মজিদ


মনের সাথে অঙ্গ মিলে
দারুণ অঙ্গভঙ্গি
তুমি হলে অশান্ত প্রেম
ভালোবাসার জঙ্গী।


নিজস্ব সংলাপ - ২৩২
---------- আনোয়ার মজিদ


সাধের সাথে সাধ্যটার
হয়না বনিবনা
তাই পৃথিবী তোমার সঙ্গে
হয়নি জানাশোনা।