গ্যাস বিদ্যুৎ পানিতে
ভুগছি নগরবাসী
ওরে ঢাকা তবুও তোরে
বড্ড ভালোবাসি।


যানজটতো ইতিহাসের
করুণ বিবর্তন
ফুটপাতওতো সেই কবে
দিয়েছি বিসর্জন।


ড্রেনের কথা হলে স্মরন
আতকে ওঠে মন
হকার বেকার ওরা সবাই
নিতান্তই আপন।


আকাশ কাঁদে মনের সুখে
আমরা জলে ভাসি
ওরে ঢাকা তবুও তোরে
বড্ড ভালোবাসি।


সিটিং নামের চিটিং বাসে
ভাড়ার ভেল্কিবাজি
কর্তৃপক্ষের উদারতায়
তারাই এখন গাজী।


মলমপার্টি পকেটমারের
নিত্য আনাগোনা
পুলিশ বলে ভাগটাকিন্তু
দিসরে আমার সোনা।


ভুমি প্রেমিক মনের সুখে
করছে জমি গায়েব
বসে বসে আঙ্গুল চোষে
দেশপ্রেমিক নায়েব।


মশা মাছি ফরমালিনের
হয়েছে উত্তরণ
বন্ধ ঘরেও মানুষ মারে
আছে সবার স্মরণ।


রাজা মসাই থাকেন যেথায়
সেইতো রাজধানী
এত সুখের ব্যথা নিয়েও
তোরেই রাজা মানি।


ইভটিজারদের কেচ্ছাতো আর
হয়না কখনো বাসি
ওরে ঢাকা তবুও তোরে
বড্ড ভালোবাসি।