নিজস্ব সংলাপ - ১৯৩
------- আনোয়ার মজিদ


পথের চেয়ে পথিক ভালো
ক্রিয়াশীল সেই
আপনার চেয়ে আপন কেহ
ত্রিভুবনে নেই।


নিজস্ব সংলাপ - ১৯২
-------- আনোয়ার মজিদ


মনকে বলি মনরে তুই
স্থির হয়ে কেন বসিস না
মনতো বলে। স্থির হলেতো
সেই মনতো মন ই না।


নিজেস্ব সংলাপ - ১৯১
------ আনোয়ার মজিদ


সবার কথা নিজের মুখে
যাচ্ছি বলে রাতদিন
নিজের কথা বলবো পরে
সুযোগ পেলে একদিন।


নিজস্ব সংলাপ - ১৯০
------- আনোয়ার মজিদ


জীবন মানে অথৈ সাগর
উথালপাথাল ঢেউ
ঝড়ঝাপটার শংকা এলে
সংগে রয়না কেউ।


নিজস্ব সংলাপ - ১৮৯
-------- আনোয়ার মজিদ


প্রত্যাশাতো অনেক বড়
পারলাম না তা ধরতে
ভুলগুলো সব এলোমেলো
না পারলাম তা মুছতে।


নিজস্ব সংলাপ - ১৮৮
-------- আনোয়ার মজিদ


মন দিলিনা নিলি মন
করবি কত জ্বালাতন
ভালোবাইসা গেছি ফাইস্যা
ছটফট ছটফট করে মন।


নিজস্ব সংলাপ - ১৮৭
------- আনোয়ার মজিদ


স্বপ্ন মানেই আশা
আশাই ভালোবাসা
নিত্য নতুনে
প্রণয় প্রত্যাশা।


নিজস্ব সংলাপ - ১৮৬
------- আনোয়ার মজিদ


ভাবনার মাঝে স্বপ্নের বিচরণ
চিন্তা মনের ঠিকানা
যত উড়া উড়ি দাম্ভিক খোরাখুরি
কল্পনাই যে সীমানা।


নিজস্ব সংলাপ - ১৮৫
-------- আনোয়ার মজিদ


কী ক্ষতি হয় ছুয়ে গেলে
দুটি নয়ন মেলে
রুপ তখনই অপরূপ হয়
দৃষ্টি সীমায় এলে।


নিজস্ব সংলাপ - ১৮৪
------- আনোয়ার মজিদ


পাসপোর্ট লাগে নারে মনের ভিসা লাগেনা
দেহ থুইয়া ঘুইরা বেড়ায় ছাইড়া সীমানা
যাযাবর না বেদুইন সে বুঝতে পারিনা
দেহ ঘুমে সেতো চুমে স্বপ্নের আংগিনা।


নিজেস্ব সংলাপ - ১৮৩
-------- আনোয়ার মজিদ


কিছু ভুল কিছু স্মৃতি কিছু দুঃখ ব্যথা
ভোলাতো যায়না , আমিও চাইনা
মনকে বাঁচিয়া রাখি , নিজেও বাঁচি
ক্রিয়াশীল মন , অস্তিত্বের আয়না।


নিজস্ব সংলাপ - ১৮২
-------- আনোয়ার মজিদ


মাটির দেহ মাটির ঘর
বন্ধু হবে পরস্পর
নেকির পাল্লা ভারী করে
জওয়াব হলে সহজতর।


নিজস্ব সংলাপ - ১৮১
------- আনোয়ার মজিদ


     ( প্রলাপ )
ভর দুপুরে মনের ঘরে
কেউ দিওনা হানা
দরজা বন্ধ জানলা খোলা
উঁকি দেওয়াও মানা।


নিজস্ব সংলাপ - ১৮০
------- আনোয়ার মজিদ


দেহের যতন করলাম শুধু
মনের যতন করলামনা
মন আমার উড়াল পংক্ষী
উড়তে তারে দিলামনা।


দেহ সাজাই সমাজ বুঝে
মনের ব্যথা কেউ কী খুজে
নানা রংগে সাজাই যত বাহানা
মন আমার সাজলোনারে সাজলোনা।


নিজস্ব সংলাপ - ১৭৯
------- আনোয়ার মজিদ


( প্রতি রাতে )
গভীর রাতে আল্লাহ্ ডাকে
বান্দা আছিস কে কোথায়
চেয়ে নে তুই যা মনে চায়
আছি অপেক্ষায়।


নিজস্ব সংলাপ - ১৭৮
-------- আনোয়ার মজিদ


রাসুলকে যে চিনতে পারে
আল্লাহ্ রহিম তাঁর
পাঁচ ফরজে আলোকিত
জগৎ ও সংসার।


নিজস্ব সংলাপ - ১৭৭
-------- আনোয়ার মজিদ


আকাশ ছোঁয়া মেঘগুলো আজ
করলো অভিমান
কান্নার জল বৃষ্টি হয়ে
ঝরছে অবিরাম।


রোয়ানু যেই আসলো ধেয়ে
উপকুলের দারে
আকাশের তাই মনটা ভারী
মিলন অহংকারে।


নিজেস্ব সংলাপ - ১৭৬
------- আনোয়ার মজিদ


বৃষ্টি ছুঁয়ে পণ করছি
মেঘ হয়ে আর ভাসবোনা
তোমার মনের ফুলদানিতে
ভুল হয়ে আর থাকবোনা।


বাতাস ধরে স্বন্ধি করে
ঝড় নিয়ে আর আসবোনা
ব্যকুলতার পানসী নায়ে
তোমার স্মৃতি রাখবোনা।


নিজস্ব সংলাপ - ১৭৫
-------- আনোয়ার মজিদ


পাপ নিওনা মনে কেউ
দূর্ব্যবহার করে
কারো কথায় দুঃখ এলে
একটু এসো সরে।


লজ্জিত সে হবেই হবে
কালকে নাহোক পরে
হেদায়েতের দোয়া কোরো
অন্তরে অন্তরে।


নিজস্ব সংলাপ - ১৭৪
------- আনোয়ার মজিদ


পান্ডিত্যের ভারে নূজ্জ্ব্য পৃথিবী
উহ্য মানবতা
বিজ্ঞান করে ধংসের তোষন
বিবেকে পঙ্কিলতা।


নিজস্ব সংলাপ - ১৭৩
------- আনোয়ার মজিদ


সারাংশটা লিখছি বসে
দিচ্ছি তোমায় পাঠিয়ে
আগলে রেখো যতন করে
মনের মধ্যে উঠিয়ে।


আজকে না হোক কালকে হবে
ভাবের সম্প্রসারণ
সেদিন হয়তো থাকবোনা আর
করবে আমায় স্মরণ।


নিজস্ব সংলাপ - ১৭২
------ আনোয়ার মজিদ


দুঃখ ছুঁয়ে ছুঁয়ে
সুখ যেটুকু আসে
আগলে রাখা ভীষণ দায়
জৈবিক সন্ত্রাসে।


নিজস্ব সংলাপ - ১৭১
------- আনোয়ার মজিদ


প্রেমকে বুঝি। সাধ্য কী
নিত্য খুঁজি তারে
মনকে রাখি। অবহেলায়
জন্ম জন্মান্তরে।


নিজস্ব সংলাপ - ১৭০
------ আনোয়ার মজিদ


( একটু রোমান্টিক )
বয়স একটু ভারী
তোমায় পাশে পেলে
স্পর্শে তুলে নিলে
বয়স হবে কুড়ি।


নিজস্ব সংলাপ - ১৬৯
-------- আনোয়ার মজিদ


ভালোবাসার উষ্কানীতে
যে দিলোনা সাড়া
নেইতো বড় দূর্ভাগা আর
সেইতো সর্বহারা।


নিজস্ব সংলাপ - ১৬৮
------- আনোয়ার মজিদ


শিক্ষাগুরু তোমার সাথে এক সারিতে
কান ধরছি আমিও
স্তব্ধ জাতি ব্যর্থ অতি স্পন্দনহীন নাড়ীও
আমায় তুমি ক্ষমিও।


নিজস্ব সংলাপ - ১৬৭
       ( বিষন্নতা )
----- আনোয়ার মজিদ


ধরছি কানে মাফ করে দাও
তোমার পথে আসবোনা
তৃষ্ণাতে যাক প্রাণটা তবু
মাকেও ভালোবাসবোনা।


নিজস্ব সংলাপ - ১৬৬
------- আনোয়ার মজিদ


শব্দ ছুঁড়ে মারি
মন হলো তাই ভারী
দুঃখ ছুঁড়ে মারলে যখন
হয়নি বাড়াবাড়ি।


নিজস্ব সংলাপ - ১৬৫
------- আনোয়ার মজিদ


আমিতো স্বভাব কবি
জাত কবি না
পন্ডিতেরা দূরেই থাকুক
ধার ধারিনা।


নিজস্ব সংলাপ - ১৬৪
------- আনোয়ার মজিদ


মনানন্দে ছন্দে গন্ধে
মাতোয়ারা রই
তোমার দেয়া দুঃখ সওয়ার
মানুষ আমি নই।


নিজস্ব সংলাপ - ১৬৩
------ আনোয়ার মজিদ


স্বপ্ন হতে আসে প্রেম
স্বপ্নে করে বিচরণ
স্বপ্নে স্বপ্ন ছুঁয়ে গেলে
মনে বিস্ফোরণ।


নিজস্ব সংলাপ - ১৬২
--------- আনোয়ার মজিদ


স্বপ্ন দিয়ে স্বপ্ন যাচি
স্বপ্নে করি চাষাবাস
তুমি আমার স্বপ্ন নিজেই
ভালোবাসার ক্যাম্পাস।


নিজেস্ব সংলাপ - ১৬১
------- আনোয়ার মজিদ


অক্ষমতায় ঈর্ষা বাড়ে
ঈর্ষায় বাড়ে অপরাধ
নিজ ভ্রমে কেউ দিওনা
অন্য নামে অপবাদ।


নিজস্ব সংলাপ - ১৬০
-------- আনোয়ার মজিদ


যে মনেতে তোমার বাস
তারতো হবেই সর্বনাশ
দিবারাত্রি ঘুমের চাতক
ফেলছি শুধুই দীর্ঘশ্বাস।


নিজস্ব সংলাপ - ১৫৯
------- আনোয়ার মজিদ


একটা সরি
ইথারে দিলাম ছেড়ে
ভুল হলে তা তুলে নিও
দিও ক্ষমা করে।


নিজস্ব সংলাপ - ১৫৮
------- আনোয়ার মজিদ


আকাশ ছুঁয়ে মেঘের বাড়ি
বৃষ্টি যে রাজকন্যা
ধরার প্রেমে আসলে নেমে
ছড়ায় রূপের বন্যা।


নিজস্ব সংলাপ - ১৫৭
------ আনোয়ার মজিদ


শব্দের পর শব্দ সাজাই
বাক্যে করি সমর্পণ
স্বার্থক হয় দেহের গড়ন
ছোঁয় যদিগো কারো মন।


নিজস্ব সংলাপ - ১৫৬
-------- আনোয়ার মজিদ


আল্লাহর নামে রাসুলের পথ
জোড়ছে ধরলে আমলে
দোজাহানে মুক্তি মিলবে
গাফেল না হলে।


নিজস্ব সংলাপ - ১৫৫
-------- আনোয়ার মজিদ


সুন্দর কী যায়গো মাপা
নিক্তি কিংবা স্কেলে
সমালোচনা যতই করো
একটু সুযোগ পেলে।


নিজস্ব সংলাপ -১৫৪
--------- আনোয়ার মজিদ


মন নিয়ে খেলছো সবাই
সারা জগৎময়
তবু সেতো রয়েই গেলো
নিরন্তর বিস্ময়।


নিজস্ব সংলাপ - ১৫৩
------ আনোয়ার মজিদ


বৃষ্টি হয়ে এলে
দুঃখ ধুয়ে নিলে
এই হৃদয়ে খেলে
সুখ ছড়িয়ে দিলে।


নিজস্ব সংলাপ - ১৫২
------- আনোয়ার মজিদ


মন্দ লোকের ছন্দ কথায়
পথ ভুলোনা ভাই
নরক পথে ফুল বিছানো
নরকে কিন্তু নাই।


নিজস্ব সংলাপ - ১৫১
--------- আনোয়ার মজিদ


যার চোখেতে স্বপ্ন নেই
তার মনে নেই আশা
তুচ্ছ হেথা তুচ্ছ ভালোবাসা
নিঃস্ব জীবন বড়ই সর্বনাশা।


নিজস্ব সংলাপ - ১৫০
--------- আনোয়ার মজিদ


মনটা আমি দেইনি তোমায়
চলে গেছে সে অগোচরে
তোমার মনটাও মিষ্টি ভীষণ
আগলে রেখো যতন করে।