যান্ত্রিক জীবন, তান্ত্রিক মন
জিয়ন্তে মরা অলস যৌবন
এইতো পুজি! নিরর্থক খোঁজাখুজি
কোন পথে কীভাবে ছোঁবে জীবন?


যাপিত জীবন না যাচিত জীবন
কোন রথে সারথী তুমি হবে?
এক যৌবনের পথ পাড়ি দিতে হবে
সিদ্ধান্ত তোমার। প্রিয়া কি হবে আমার?


প্রথম যেদিন চোখের স্পর্শে এলে
এক পলক বা তারচেও কম হেলে
বর্জ্রাঘাতে বিদীর্ণ করেছো মন। তারপর
সেই থেকে অপেক্ষাতে। প্রিয়া কি আমার হবে?