নিজস্ব সংলাপ - ৫২
---------- আনোয়ার মজিদ


এক জীবনে অনেকটা পথ
পেরিয়ে এলাম যেই,
পিছন ফিরে তাকিয়ে দেখি
আপন কেউই নেই।


নিজস্ব সংলাপ - ৫৩
-------- আনোয়ার মজিদ


দুঃখ দূরে ঠেলতে গিয়ে
সুখতো পরবাসী
যার আশাতে স্বপ্ন গাঁথি
সেইতো সর্বনাশী।


নিজস্ব সংলাপ - ৫৪
---------- আনোয়ার মজিদ


যতটা যৌবন পেলে যুবতী হওয়া যায়
ততটা প্রেম তোমাকে দেবো
তুমি এসো ঝঞ্ঝাক্ষুব্ধ উদ্ধত বেশে
অনুভূতিটুকুই আমি নেবো।


নিজস্ব সংলাপ - ৫৫
----------- আনোয়ার মজিদ


সমাজে এতো অসংগতি, বাড়ছে দুর্গতি
কোনটা ফেলে কোনটাকে দেই ছাড়
স্বাধীনতার এতো বছর পরও
ভাংছে দেখো ভাংছে অহংকার।


নিজস্ব সংলাপ - ৫৬
---------- আনোয়ার মজিদ


তুমি হঠাৎ হাওয়ার বৃষ্টি ভেজা মেঘ
ভিজিয়ে দিলে অন্তরের উদ্বেগ
এখন আর আমি স্বপ্ন খুঁজিনা
প্রেমেই বিভোর, দুঃখ বুঝিনা।


নিজস্ব সংলাপ - ৫৭
----------- আনোয়ার মজিদ


সবাই ভালোবাসতে চায়
আছি ভীষণ যন্ত্রণায়
ডিজিটাল ভুতের পিঠে চড়েছে স্বদেশ
ভালোই আছি , ভালো থেকো রইলো নির্দেশ।


নিজস্ব সংলাপ - ৫৮
---------- আনোয়ার মজিদ


চোখ নামিয়ে হাঁটি
মনের মধ্যে ঘাঁটি
সুখগুলো সব ছন্নছাড়া
দুঃখগুলোই খাঁটি।


নিজস্ব সংলাপ - ৫৯
--------------- আনোয়ার মজিদ


এ কোন চেতনায় জ্বলছে আগুন, পুড়ছে মানুষ
পুড়ছে মন, জ্বলছে বাংলাদেশ
হায়রে অভাগা জাতি, এ কোন নিয়তির ভারে
স্বপ্নগুলো পুড়ে হয় নিঃশ্বেষ।


নিজস্ব সংলাপ - ৬০
----------- আনোয়ার মজিদ


একপেশে সত্য মিথ্যের নামান্তর
সত্য গোপন শত্রু ভয়ংকর ,
তবুও যাদের কাঁদেনা অন্তর
তারাই হোল মানুষরূপী পশুর রুপান্তর।


নিজস্ব সংলাপ - ৬৪
----------- আনোয়ার মজিদ


চোখে আগুন মনে ফাগুন
রুপে আলোর ঝলকানি
তুমি আমার প্রথম স্বপ্ন
ভালোবাসার বেলকনি।


নিজস্ব সংলাপ - ৬৫
---------- আনোয়ার মজিদ


মিথ্যেরা সব খেলছে খেলা সত্যের বাগানে
পিশাচের দল দাঁত কেলিয়ে হাসে দাম্ভিকতার টানে
জানি ভোর হবে আলো আসবে আঁধারের গানে
মুখোশধারীরা ন্যাংটো হবেই সত্যের ঐকতানে।


নিজস্ব সংলাপ - ৬৬
----------- আনোয়ার মজিদ


বুলেট বোমায় ভালোবাসার
চলছে খবরদারি
আমানবিক খেলায় মাতাল
আজব জমিদারি।
জন জনতার প্রেমে আকুল
বিজ্ঞজনের দল
লাশের বানে ভাসছে মানুষ
দেশযে রসাতল।


নিজস্ব সংলাপ - ৬৭
---------- আনোয়ার মজিদ


আমার ভালো আমি বুঝিনা
অন্যে বোঝে ভালো
এমন আজব তথ্য দিয়ে
আসবে না ভাই আলো।


নিজস্ব সংলাপ - ৬৮
-------- আনোয়ার মজিদ


আঁধার হয়ে আলো ছোঁবে
স্পর্ধা তোমার কমনা
চাপিয়ে দেয়া মতবাদে
ভালো কিছুই হয়না।


নিজস্ব সংলাপ - ৬৯
-------- আনোয়ার মজিদ


দল কানা রে দল কানা
হায়া তোদের নাই জানা
দেশ যদি যায় গোল্লায়
তবুও যেন নেই মানা।
আর কত আর চামচামী
চড়বি গাড়ি আর দামী
পথে লুটায় মানবতা
তবুও যায়না নষ্টামি।


নিজস্ব সংলাপ - ৭০
------ আনোয়ার মজিদ


মন আগুনে নিজেই জ্বলি
অন্য কেউতো জ্বলেনা
সে আগুন কেন জ্বালে
মন তা আমায় বলেনা।।
এ ভীষণ যন্ত্রণা ভাই
এ যে ভীষণ যন্ত্রণা
জ্বলে পুড়ে খাক হলেও
মুখে যে বলা যায়না।।


নিজস্ব সংলাপ - ৭১
------ আনোয়ার মজিদ


তোমাকে ছুঁয়েছি অনেকবার
মনকে ছুঁতে পারিনি
নিজেকে হারিয়েছি বারংবার
তবুও এখনো হারিনি।