যতটা পথ পেরুলেই তোমাকে ছোঁয়া যায়
ততটুকুই পথ নির্মোহ হাটতে চাই
তোমার চোখে নিজেকে সাজাতে , মনের আবীরে
রাঙ্গাতে চাই। যেতে চাই মনের গহীণ থেকে গহীণে।


তোমার ঠোঁটের কাঁপনে জড়াতে চাই নিজেকে
উষ্ণ শ্বাসে বিমুগ্ধতার মাঝে হারাতে চাই একবার
রোমন্থনে উদ্ভাসিত হয়ে নিজেকে জানতে চাই
দেহ পল্লবের শিল্পকলায় ঘুরতে চাই এক জীবন।


তোমার বিশ্বাসে নিশ্বাস ফেলে বাঁচতে চাই
দুবাহুর ছায়াতলে নির্ভেজাল আবেগে হাসতে চাই
ততটা পথ হাটতে চাই , ঠিক ততটাই , যতটা পথ
সপ্তপর্ণে হাটো আমার হৃদয়ে পৌছুবে বলে
যার পদচিহ্ন কেউ দেখেনা আমি ছাড়া
কারো কর্ণগুহরে পৌছেনা সে আওয়াজ আমি ছাড়া।


শুধু এটুকুই স্বপ্ন বিশ্বাস জমা রাখতে চাই তোমার অন্তরে
চাহিদার সীমানা কম না হলেও বেশীইবা এমন কী
এক জীবনের আঙ্গিনায় খেলবো দুজন সীমাহীন উন্মাদনায়
যদি হৃদয় বীণায় সুর মিলাতে পারো , তবে এসো আমি থাকবো প্রতিক্ষায়।