কোথাও একটুকরো ভালোবাসার লেশমাত্র নেই
যেদিকে তাকাই স্বার্থবাদীদের হীনমন্য হাতছানি
আমাকে, আমার ভালোবাসাকে জিম্মি করতে
দেখি চাঞ্চল্যকর ষড়যন্ত্রের পূর্বাভাস।


ক্ষুদ্র ক্ষুদ্র ভালোবাসার মহা সম্মেলনে
লাখো শহীদের লাশ আর হায়নাদের আতশবাজিতে
লাল সবুজ পতাকা আর মানচিত্র ছিনিয়ে
অলস অবস হয়ে মুখ থুবড়ে পড়েছি পূনর্বার্।


আমার ভালোবাসার বাগানে বুলেটের নিত্য আনাগোনা
ঝরছে বকুল ঝরছে গোলাপ রুটিন মত।
তাই বলে লজ্জিত বা শংকিত নই
হয়ত এ দুয়ের মাঝে কোথাও আমার অবস্থান।
তবুও ফাঁক ফোঁকরে সুযোগ পেলেই
করি ভালোবাসার সন্ধান।