নিজস্ব সংলাপ - ৩২
--------- আনোয়ার মজিদ


সুখ সুন্দর
তুমি সুন্দর
সুন্দর তোমার মন ,
সত্য সুন্দর
আমি সত্য
বন্ধু আপনজন।


নিজস্ব সংলাপ - ৩৩
---------আনোয়ার মজিদ


তুমি কী তোমার স্বপ্নগুলো
ভুলে যেতে পারলে?
আমিতো আমার স্বপ্নে থেকেছি
তুমি কেন হারলে?


নিজস্ব সংলাপ - ৩৪
----------- আনোয়ার মজিদ


যেটুকু প্রেম পাওনা পৃথিবীর
দিয়ে যাই অকাতরে
ঐ বুঝি ঐ ডাক এলো ঐ
ছোট্ট মাটির ঘরে।
পৃথিবী আমারে দিয়েছে অনেক
নিয়েছি আপন করে
হৃদয় নির্যাসে ছুঁয়ে যাই তারে
ভালোবাসায় দেবো ভরে।


নিজস্ব সংলাপ - ৩৫
--------আনোয়ার মজিদ


নীরব প্রেমের সাক্ষী থাকেনা
একা একা জ্বলে মরে
মুখ ফুটে যে কিছুই বলেনা
সে প্রেমের নেইযে তুলনা।


নিজস্ব সংলাপ - ৩৬
---------আনোয়ার মজিদ


ও সজনী দিন রজনী
কী ভাবছো কী ভাবছো?
আমি সুজন অপেক্ষাতে
মাপছো কী মন মাপছো?


নিজেস্ব সংলাপ - ৩৭
--------- আনোয়ার মজিদ


মনের সাথে মন মেলাতে
যুদ্ধ নিশিদিন
আজকে যারে লাগছে ভালো
কাল সে অর্বাচীন


নিজস্ব সংলাপ - ৩৮
--------- আনোয়ার মজিদ


বিপি, কলষ্টোরেল, ডায়াবেটিস তিন সহোদর
কুড়ে খাচ্ছে আমার দেহ ঘর
যুদ্ধে নিয়ত লড়ছি পরস্পর
কে জিতবে জানিনা অতঃপর।


নিজস্ব সংলাপ - ৩৯
---------- আনোয়ার মজিদ


দূর্নীতিই নীতি যখন
তখন কী আর করি
মনের মধ্যে চুপটি করে
এনেসথেশিয়া ভরি।


নিজস্ব সংলাপ - ৪০
--------- আনোয়ার মজিদ


নিয়ত যদি সঠিক থাকে
ভালো হবেই কর্মফল
নিয়ত বিহীন কর্ম হলে
মিলবে শুধুই মাকাল ফল।


নিজস্ব সংলাপ - ৪১
--------- আনোয়ার মজিদ


ঘুষ নিওনা ঘুষ দিওনা
পাপ নিওনা কাঁধে
ক্ষনিক সুখে লোভী মনে
ময়লা জমাট বাঁধে।


নিজস্ব সংলাপ - ৪২
---------- আনোয়ার মজিদ


মায়ের কথা লিখবো ভাবি
এমন শব্দ কৈ?
শব্দ ভান্ডার কম পড়ে যায়
তাইতো নীরব রই।


নিজস্ব সংলাপ - ৪৩
---------- আনোয়ার মজিদ


জ্ঞান আছে , বিবেক নেই
অর্থ আছে স্বার্থতেই
নীতি আছে ভীতিতেই
বেঁচে আছি , জেগে নেই।


নিজস্ব সংলাপ - ৪৪
----------- আনোয়ার মজিদ


গরীবি আল্লাহর অশেষ রহমত
জেনে রেখো ভাই মুসলমান
পাঁচ পরীক্ষার তিনটিতে পাশ
হজ্জ্ব, যাকাত আর ঈমান।


নামাজ, রোজা কঠিনতো নয়
পূর্ন করো, থাকবেনা ভয়,
পুন্যেভরা আমলনামা ডানেই হয়
মোমীন হলে রাসুল জেনো সঙ্গে রয়।


নিজস্ব সংলাপ – ৪৫
------------আনোয়ার মজিদ


সৃষ্টে শ্রষ্টা বসত করে
জানলি নারে পাগল মন
মিছেরে তুই ঠাট দেখালী  
নিজ গৃহেই  নাই দর্পণ।


নিজস্ব সংলাপ - ৪৫
---------- আনোয়ার মজিদ


সৃষ্টে শ্রষ্টা বসত করে
বুঝলিনারে পাগল মন
মিছে শুধুই ভাব দেখালি
নিজ গৃহেই নাই দর্পণ।


নিজস্ব সংলাপ - ৪৬
-------- আনোয়ার মজিদ


চোখের কথা চোখ বোঝেনা
মনের কথা মন
ফাঁক ফোকরে কেমন করে
হবে আপনজন।


নিজস্ব সংলাপ - ৪৭
---------- আনোয়ার মজিদ


ভালোবাসার জমিন দেখ
প্রেমের খরায় ফাইট্যা যায় ,
শকুনের দল প্রেমিক সাইজা
ঘুরতাছে বাংলায়।


নিজস্ব সংলাপ - ৪৮
--------- আনোয়ার মজিদ


লীলা খেলায় মত্ত হইয়া
সখীগণের মন নাচাইয়া
আমার কাছে আইসোনা
তুমি বন্ধু কৃষ্ণ হইওনা ।
হরেক ফুলে হুল ফুটাইয়া
নানান জাতের মধু খাইয়া
আমায় তুমি ছুইওনা, না না
বন্ধু তুমি ভ্রমোর হইওনা।


নিজস্ব সংলাপ - ৪৯
--------- আনোয়ার মজিদ


কবিরা নীতি ভঙ্গকারী নীতিবান
মানলে ভালো, না মানলে যান।
কলম জড়িয়ে ধরবেন? ব্যর্থ উপাখ্যান
আস্ফালন জারিজুরি! করি প্রত্যাখ্যান।


নিজস্ব সংলাপ - ৫০
-------- আনোয়ার মজিদ


চমকে গেছো থমকে গেছো
ভালোবাসার নাম শুনে
থাকবে কেমন জাগবে যখন
প্রতীক্ষার ঐ দিন গুনে।
যেমন চাবে তেমন রবে
এমনতো আর হয়না
প্রিয়ার কালো চোখের তলে
সুখ চীরদিন রয় না।


নিজস্ব সংলাপ - ৫১
------------ আনোয়ার মজিদ


অনাচার আর আহাজারী
চাঁপাকান্নায় বাতাস ভারী
কালো মেঘে আকাশ ঢাকে ঐ
মাগো তোমার গর্জে ওঠা মানুষগুলো কৈ?