তোমাকে ভুলে যেতে , তোমা হতে দূরে যেতে
সুখের মতো দূর , তার চেয়েও একটু বেশী দূরে
যেতে চাই তুমিহীন আঙ্গিনায় , অজানার সীমানায়।


যতো চাই ভুলে যেতে , দূরে যেতে
তুমিও কষ্টের মতোই আষ্টে পিষ্টে জড়িয়ে
নৃত্য করো। নিত্য আঘাত করো চিন্তা চেতনায়।


এ কোন অভিমান , নিষ্ঠুর অভিযান তোমার
হৃদয়কে করেছো নত , অনুভূতি যত শৃংখলিত
স্বপ্নেরা উদ্বেলিত , তৃষ্ণা অসংযত , অবারিত।


স্থিতি চাই। যেতে চাই। সুখ নাই!
নাই থাক
দুঃখগুলো হোক অস্থিরতা মুক্ত।


জোঁক'র ভালোবাসা চাইনা। নিজত্ব চাই।
সুখগুলো তোমার থাক।
আমার আমিত্বে ফিরতে চাই।