তোমার পথের উপর লাশ হয়ে পড়ে আছি
তাই বুঝি প্রচন্ড ঘৃণায় কালো হয়ে গেছে মুখ।
সরিয়ে দাও। হাত না হয় পা দিয়েই
এমন পঁচা দুর্গন্ধ কী আর সহ্য হয়?


এ-কী পা কাঁপছে কেন? ইটালিয়ান বুট
কষে চালাও লাথি আমার চোয়ালে।
ভয় কী ছিঁড়বে জুতো! না তা নয়
বীমা কোম্পানীতে তোমার অনেক সহানূভূতি
সৌজন্য আর আতিথেয়তা পাওনা আছে,
এবার চালাও জোরে, আমার পাঁজরে।


ভয় নেই ভুত হবোনা, মরলেই বাঁচি
লাশ হয়ে তোমার পথ আগলে থাকবোনা।
ভেতো আবেগের পরাশক্তি হটাও সামনে থেকে
আমিও শূন্যে মিলাতে চাই, ভুলে যাও তুমিও।