এলো কেশে যক্ষ রতন আগলে রেখে
রাশপুতিনে কর অর্ঘ্য নিবেদন
বিজয়ের নেশায় মাতাল তোমার মন
মাড়িয়ে যাও মানবতা, নগ্ন জৌলস দেখে।
জারজ মন যখন তখন করে নিবেদন
শুকনো শান্তি, রসালো দুখের ইতিহাস
মৌলিকের চিত্তে যৌগিকের কঠোর পরিহাস
সেইসাথে খসে পড়ে চুম্বক আবেদন।
পৈতায় বামন খুজোনা এবেলায়
চন্ডিতেও হৃদয় আছে , রক্ত আছে লাল
ধর্মতে নয়, বিশ্বাসে আর কর্মতে দাও পাল
সমঝে চলো, সময় যে বয়ে যায়।