# কবিতা - চেয়ে দেখ আমি এসেছি
একরাশ শুভ্র সতেজ অঙ্গিকার নিয়ে
চোখ তোল কথা বলো
ঝেড়ে ফেল অথর্ব অভিমান।


# আনন্দ - বিরক্ত করোনা ঘুমোতে দাও
পৃথিবী আমার ভালো লাগেনা।
এইতো বেশ আছি অনন্তের প্রেয়সী হয়ে
না , না , আমাকে ছুঁয়োনা অসূচী হবে।


# এর চেয়ে বেশীতো নয়
এই সমাজ আমাকে অনেক দিয়েছে
দুঃখ , শোক , বিচ্ছেদের বিচিত্র জ্বালা
আর ঋণী হতে চাইনা , চাই তোমাকে।


# আমাকে! কিন্তুু তাতো হবার নয়
আমাকে পেতে হলে হারাতে হবে তোমাকে।
আমার আধাঁরে জোনাকীর আলো তুমি
আলেয়াতে মিশে যেতে দেবোনা।


# কিন্তু তোমাকে ভুলে যেতে পারিনা কেন?
কেন পারিনা এই সমাজকে ভুলতে?
তুমি আর সমাজ মাঝখানে স্মৃতিটুকুই ব্যাবধান
তবুও তোমাকে ছুঁতে পারিনা কেন?


# কারণ সমাজের নামাবলি তোমার কাধে
আর আমি তার হাতে বলিদান।
ভালবাসার বাগান কাটাতারের ঘেরা
পার হতে না পারছি আমি না পারছো তুমি।


# তবে কী এভাবেই বেচে থাকতে হবে?
তুমি , আমি এবং আমরা সবাই
কাছাকাছি পাশাপশি তবুও
হজারে হাজার ক্রোশে কিংবা তারচেয়েও বেশী দূরে।


# আনন্দ আমাকে প্রশ্ন করোনা , নিজেকে কর
নিজের চেয়ে ভালো বিচারক কেউ হতে পারেনা
না পারি আমি না অন্য কেউ
নিজেকেই ভাবতে হবে , জাগাতে হবে চেতনা।


== জাগো চেতনা জাগো , জাগাও বিবেক
ধ্বংস হোক স্বার্থ আর লোভের অগ্নি পাহাড়
আমি এবং আমরা সবাই বাঁচতে চাই
বাঁচতে দাও নির্মল ভালোবাসাকে।
ভালোবাসা পৃথিবীর ভীষণ প্রয়োজন ,
সবার প্রয়োজনে ভালোবাসাকে বাঁচতে দাও।


# আমি আনন্দ , আমি বাঁচতে চাই সবার প্রয়োজনে।


# আমি কবিতা , আমি বাঁচতে চাই আনন্দের প্রয়োজনে।


== আমরা বাঁচতে চাই পৃথিবীর প্রয়োজনে
তোমরা আমাদের বাঁচতে দাও
সুখ , সুন্দর আর তোমাদের প্রয়োজনে।
সত্য , সুন্দর আর শান্তি নিয়ে আমরা
তোমাদের অপেক্ষায় বসে আছি।
কাছে এসো , ভালোবাসো আমাদের
তোমাদের মাঝে আমরা বিলীন হবো।