আমি বিমুগ্ধতার অন্তরালের এক প্রতিবাদী কন্ঠ
আমি সদ্য দাফনকৃত কাফন জরানো লাশ
আমি মিছিলের বুকে বুলেটবিদ্ধ
অধিকার আদায়ের এক রক্ত মাখা শব।


হে জীবন কাঙ্গাল মানব -


তোমাদের শত অত্যাচার, শোষনের ধারালো অস্ত্রে
মুছে যায়নি, কোন কালের প্রতিবাদী কন্ঠ
মুছে যায়নি, জোৎস্না রাতের একটি তারাও
অন্ধকারের কালো মেঘের প্রচন্ড ছাপে।


হে ভ্রান্ত পথ পথিকের দল -


তোমরা কি ভুলে গেছো তোমাদের যাত্রাপথ
কোরআন হাদীসের সত্য সূত্রকে?
যেখানে লেখা আছে তোমাদের
সব সত্যাশ্রয়ী ঠিকানা,
অতীত, বর্তমান, ভবিষ্যতের কিংবা
বেহেশতে অনুপ্রবেশের পত্র।


অর্থের উচু দম্ভে তোমরা যারা
ভালোবাসার করছো অবনতি
করছো ইটের ফাঁকে ফাঁকে শত কোটি
পাপ জমা রাখার আকাশচুম্বী দালান।
তোমরা ধরো সত্যের শক্তি সবুজ পতাকা।
সময় আছে এখনো-
দিন থেকে রাতে কাল থেকে মহাকালে।


হে ক্ষুদে মানব -


ত্যাগ কর তোমরা তোমাদের ধনে, ধনী হবার বাসনা,
ত্যাগ কর ধনী হবার প্রবনেচ্ছায়
মানুষের কাছে ব্যাক্তিত্ব বিকাবার অভ্যাস।
ক্ষমা চাও ঐ মহাশক্তির কাছে
কারন তোমরা ক্ষমার অযোগ্য পাপ সন্তান।


ছিনিয়ে নিয়েছো গরীবের মুখের অন্ন
কেড়ে নিয়েছো সহায় সম্পত্তি
সাধারণ মানুষের যারা-
দু'মুঠো ভাতের জন্য অহরহ লড়ছে
সংগ্রাম যাদের জীবন দর্শন
প্রতিটি মুহুর্তের বিমুহুর্তে।


আমার প্রতিবাদী কন্ঠ -


অধিকার চেয়েছে তোমাদের কাছে;
তোমরা হিংসার দাবানলে বসে
করছো একটি হাস্যস্পদ নাটক
আমাকে নিয়ে, শোষিত মানুষকে নিয়ে।


তাই আমি লোক চক্ষুর অন্তরালে
গা ঢাকা দেয়া একজন আসামী সেজেছি,
তোমাদের অত্যাচারী দন্ডের মুখে
হয়ে পড়েছি নির্লিপ্ত কিংবা নিরুত্তর।


দোয়া চাই করুণাময়ের কাছে
আমার এ প্রতিবাদী কন্ঠ যেন
চিরকাল সোচ্চার থাকে
হোউক তা বিমুগ্ধতার নেপথ্যে
কিংবা ইথারে ইথারে
অর্থবহ সমীক্ষার পদচারনায়।